Written by 6:27 pm News

আকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সই করেছেন মাহমুদউল্লাহ এবং মুশফিকুর

Akash, Mushfik, Mahmudullah
Walton_Banglalink_Herlan-Ads-2025-(Updated 2)
মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম আকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এক বছরের জন্য চুক্তিতে স্বাক্ষর 
করেছেন। 

মঙ্গলবার গুলশান -১ এ বেক্সিমকো কমিউনিকেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় 
খেলোয়াড় চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তির আওতায়, দুই ক্রিকেটার আগামী এক বছরে আকাশের বিভিন্ন 
ক্যাম্পেইনে অংশ নেবেন, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আকাশের বিপণন ও ব্যবসায় বিকাশের প্রধান মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, "গ্রাহকের সন্তুষ্টি এবং প্রশংসা 
আকাশের সবচেয়ে বড় অর্জন। তাদের দর্শন, লক্ষ্য এবং সাফল্য মেনে রিয়াদ এবং মুশফিক আমাদের ব্র্যান্ড 
অ্যাম্বাসেডর হিসেবে স্বাক্ষর করেছেন।"

মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ আকাশের গ্রাহক সেবা এবং মান ব্যবস্থাপনার প্রশংসা করেন।


Akash
 
Share this on
Close