Walton

ব্রান্ডটক ৪.০

ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ-এর উদ্যোগে গত ১৭মার্চ আয়োজিত হয়েছে ডানো ব্র্যান্ডটক ৪.০। ‘স্টোরিজ অব পারমুটেশন এন্ড কম্বিনেশন’ থিম নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কর্পোরেট জগতের ১৫ জন দক্ষ মার্কেটিং পেশাজীবী এবং উদ্যোক্তা তাদের অভিজ্ঞতার আলোকে এই বৈশ্বিক প্রতিকূলতার মাঝেও কিভাবে ব্যবসায়িক সাফল্য ও তার ধারাবাহিকতা বজায় রাখা যায়, বর্তমান ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিচালনা এবং মার্কেটিং স্ট্র্যাটেজি, কিভাবে কর্পোরেট স্ট্র্যাটেজিকে ড্রাইভ করতে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

 

রাজধানীর হোটেল রেনেসাঁ ঢাকার গ্র্যান্ড বলরুমে আয়োজিত হয় এবারের ডানো ব্র্যান্ডটক ৪.০ পাওয়ার্ড বাই স্বপ্ন এন্ড দারাজ। বিকেল ৩টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হয়। ইনসাইটফুল ১৫টি টক শুনতে এই ব্র্যান্ডটকে সারা বাংলাদেশ থেকে প্রায় ২৫০ জন মার্কেটিং, বিজ্ঞাপন, মিডিয়া, বাজার গবেষণা পেশাজীবী এবং মার্কেটিং এর শিক্ষক-ছাত্রছাত্রী যোগ দেন এই ব্র্যান্ডটকে।

 

“যুদ্ধ এবং তার প্রেক্ষিতে মূল্য বৃদ্ধির সংকটকালীন এই সময়ে ব্র্যান্ডগুলো অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবসায়ের এক্সিস্টিং রিসোর্স ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ সুবিধা পেতে পারে তার বিস্তারিতই সেশন উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মির্জা মুহাম্মদ ইলিয়াস।

এই অনুষ্ঠানে মার্কেটিং মায়েস্ত্রো প্রফেসর ডঃ মিজানুর রহমান, রবির প্রাক্তণ সিইও মাহতাব উদ্দিন আহমেদ, এসবিকে টেক ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির, বিজ্ঞাপন নির্মাতা গাউসুল আজম শাওন, এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আশরাফ বিন তাজ, স্বপ্ন সুপার শপের এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির নাসির, বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধূরীসহ ১৫ জন ব্র্যান্ড-মার্কেটিং পেশাজীবী তাদের মতামত উপস্থাপন এবং অভিজ্ঞতা শেয়ার করেছেন এই ব্রান্ডটকে।

আইডিসি’র নির্বাহী পরিচালক ও এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি জনাব আশরাফ বিন তাজ

মার্কেটিং হতে পারে বর্তমান কর্পোরেট কৌশলের এক নতুন দিগন্ত! কিন্তু মার্কেটিং ৪.০ কিভাবে কর্পোরেট স্ট্র্যাটেজিকে ড্রাইভ করবে? কম্যুনিকেসান ফোকাসড ট্রাডিশনাল মার্কেটিং এক্টিভিটিজ আর কতদিন চলবে? অংশগ্রহনকারীদের সাথে আড্ডা আর প্রশ্ন-উত্তরে এই বিষয়ের সমাধান দিয়ে থাকেন দেশের মার্কেটিং কম্যুনিটির আপনজন, আইডিসি’র নির্বাহী পরিচালক ও এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি জনাব আশরাফ বিন তাজ। সাথে মডারেটর হিসাবে ছিলেন সুরাইয়া সিদ্দীকা, ডিরেক্টর, মার্কেটিং এন্ড সেলস, গ্রামীণ ডানোন।

দেশের দ্বিতীয় শীর্ষ মোবাইল ফোন অপারেটর, রবি আজিয়াটা লিমিটেড-এর, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ।

 

কর্পোরেট জগতে তার অভিজ্ঞতার ভাণ্ডার সত্যিই ঈর্ষনীয়। বর্তমান সময়ের অর্থনৈতিক সংকটে কোন ব্র্যান্ডের কতটা খরচ করা বাঞ্ছনীয়, সেই খরচের লাগামটা কতটুকু নিয়ন্ত্রণ করা উচিত, এসময়ে ব্রান্ডে আরও বেশি খরচ করা উচিত নাকি কম, খরচ করলে কতটা লাভ ফিরে আসবে কিংবা আসবে না, খরচ ছাড়াও কি আর অন্য কোন কৌশল/পদ্ধতি আছে যেখানে ব্র্যান্ড তার স্থান সমুন্নত রেখে এগিয়ে যেতে পারে- কর্পোরেট জগতের এই সকল প্রশ্নের সমাধান দিয়ে থাকেন মাহতাব উদ্দিন আহমেদ।

রবি আজিয়াটা লিমিটেড-এর, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ
দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন “স্বপ্ন” এসিআই লজিস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক সাব্বির নাসির
বর্তমান সময়ে কর্পোরেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? ব্র্যান্ড কমুনিকেশন, ব্র্যান্ড মার্কেটিং নাকি নতুন কিছু (Innovation)? এমন বহুমুখী চিন্তার ভিন্ন মাত্রার সমাধান দিয়ে থাকেন দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন “স্বপ্ন” এসিআই লজিস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক সাব্বির নাসির, যিনি একাধারে একজন প্রকৌশলী ও গায়ক হিসেবে সুপরিচিত।
যখন একটি ব্র্যান্ডের একটি স্পষ্ট পারপাস (উদ্দেশ্য/লক্ষ্য) থাকে, তখন এটি টার্গেট গ্রুপের সাথে গভীর সংযোগ স্থাপন করতে পারে। এই কানেকসন দীর্ঘমেয়াদে ভোক্তাদেরকে লয়্যালিটির দিকে এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি, পারপাস ড্রাইভেন ব্র্যান্ডিং একটি ব্র্যান্ডকে একটি ইউনিক আইডেন্টিটি তৈরি করে দেয় এবং কম্পিটিটরদের মাঝে তাকে আলাদা করে তুলতে সাহায্য করতে পারে। এর ফলে ব্র্যান্ডের মার্কেট শেয়ার বেড়ে যায়।
 
পারপাস ড্রাইভেন ব্র্যান্ডিং কিভাবে টিমকে অনুপ্রাণিত করে, ভোক্তাদের কাছে টানে এবং প্রতিযোগীদের থেকে ব্র্যান্ডকে আলাদা করতে পারে সে বিষয়ে ডানো প্রেজেন্টস ব্র্যান্ডটক ৪.০ পাওয়ার্ড বাই স্বপ্ন এবং দারাজ ইভেন্টে কথা বলেন নুসরাত জাহান, মার্কেটিং ডিরেক্টর, রেকিট বেনকিজার ।
নুসরাত জাহান, মার্কেটিং ডিরেক্টর, রেকিট বেনকিজার
Lutfi Chowdhury
পেশাজীবী হিসেবে Lutfi Chowdhury‘র শুরুটা ডিজিটাল জগতের একেবারে শুরুর দিকে। বাংলাদেশের পাশাপাশি গ্লোবাল ডিজিটাল এড মার্কেটেও তার রয়েছে প্রমাণিত অভিজ্ঞতা।
 
ক্লিক বিডি, জিএন্ডআর, কিউবেক্স এবং এসকিমি বাংলাদেশের যাত্রা শুরুতেই বিজনেস টিমের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি ছিলেন। DSP, Data Driven Ad, Ad Analytics, Programmatic Ad, Ad Exchange সহ এড নেটওয়ার্কের ক্ষেত্রে তার রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। এখন adfinix এর প্রতিষ্ঠাতা সিইও হিসাবে নিজের ব্যবসা চালাচ্ছেন।
 
DANO presents BrandTalk4.0 powered by Shwapno & Daraz’- এ Gleefreshing the programmatic possibilities বিষয়ে মুল্যবান বক্তব্য রাখেন তিনি।
বাংলাদেশের কর্পোরেট জগতে জনপ্রিয় এবং সর্বদা সহযোগী এক ব্যক্তিত্ব- সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন। বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করে সঞ্চয় করেছেন মূল্যবান অভিজ্ঞতা।
 
নিজ সেক্টরে অসাধারণ অবদান রাখায় পেয়েছেন সি-স্যুট অ্যাওয়ার্ড। বর্তমানে নেসলে বাংলাদেশ লিমিটেড এর প্রধান বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন তিনি।
 
হোটেল রেনেসাঁতে ১৭ মার্চ ২০২৩ ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ আয়োজিত DANO presents BrandTalk4.0 powered by Shwapno & Daraz’- ইভেন্টে বিজনেস সাসটেইন করার জন্যে সেলস লিডারশিপ বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।
বাংলাদেশের কর্পোরেট জগতে জনপ্রিয় এবং সর্বদা সহযোগী এক ব্যক্তিত্ব- সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন
এসিআই ফুডস লিমিটেডের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন
দেশের কর্পোরেট এফএমসিজি জগতে যেসকল নারীরা তাদের পারফর্মেন্স দিয়ে হয়েছেন আলোচিত, তাদেরই একজন ফারিয়া ইয়াসমিন। নানা বহুজাতিক এবং শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অনন্য অভিজ্ঞতা রয়েছে তার। দেশের অন্যতম প্রতিষ্ঠান এসিআই ফুডস লিমিটেডের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ব্যবসা প্রশাসনে এমবিএ করেছেন। নতুন ব্র্যান্ড তৈরি,ব্যবসা পরিচালনা এবং আধিপত্যশীল অবস্থান অর্জনে বিশেষ পারদর্শী তিনি।
 
হোটেল রেনেসাঁতে ১৭ মার্চ ২০২৩ ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ আয়োজিত ‘DANO presents BrandTalk4.0 powered by Shwapno & Daraz’- ইভেন্টে ব্যবসায়িক লাভ অর্জনে ব্র্যান্ড ইকুইটির ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
‘DANO BrandTalk 4.0 powered by Shwapno and Daraz’ ইভেন্টে Entrepreneur ও Intrapreneur দুজনের জীবনেই মার্কেটিং কিভাবে প্রভাব রাখবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মোঃ রেজাউল হাকিম শান্ত, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, এরিস্টো কর্পোরেশন লিমিটেড।
 
শান্ত একজন তরুণ উদ্যোক্তা ও শিল্পপতি। গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট বাংলাদেশের কান্ট্রি কোরডিনেটর এবং Mountain Club Tour-এর পরিচালক, শান্ত হাকিম বিভিন্ন সেবামূলক কাজের সাথেও সম্পৃক্ত। দেশের গন্ডি পেরিয়ে বিশ্বে নানাভাবে তিনি তুলে ধরেছেন বাংলাদেশের নাম।
মোঃ রেজাউল হাকিম শান্ত, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, এরিস্টো কর্পোরেশন লিমিটেড
এজাইল মাইন্ডস গ্রুপের ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার জীশান কিংশুক হক
বাংলাদেশের সুপরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব জীশান কিংশুক হক। বর্তমানে তিনি কাজ করছেন এজাইল মাইন্ডস গ্রুপের ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার হিসাবে।
 
এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্সে ‘স্টার্টআপ’ শ্রেণীতে মেরিট অ্যাওয়ার্ড পাওয়া বাংলাদেশের স্টার্টআপ “সিন্দাবাদ ডটকম”-এর সহ-প্রতিষ্ঠাতা ও ভূতপূর্ব সিইও, জনাব জীশান কিংশুক হক একজন ব্রান্ড বিশ্লেষক ও সুবক্তা।
 
দেশের শীর্ষ ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান আইবিএ -এর এই শিক্ষক কো-ফাউন্ডার, পরিচালক ও সিওও হিসেবে বিভিন্ন জায়গায় নিজ অভিজ্ঞতা শেয়ার করছেন। তারই ধারাবাহিকতায় “DANO BrandTalk 4.0 powered by Shwapno and Daraz” অনুষ্ঠানে তিনি বিস্তারিত আলোচনা করেন “PR : an under-utilized weapon for building your brand” টপিকের উপর।
বাংলাদেশের বিজ্ঞাপন নির্মাণ ও চলচিত্রে একজন অন্যতম পথিকৃৎ “গাউসুল আলম শাওন”, যিনি একাধারে অসংখ্য পরিচয়ে পরিচিত ও সমাদৃত।
 
“বিজ্ঞাপন মায়েস্ত্র” হিসেবেই যার সুনাম, যিনি “গ্রে” বিজ্ঞাপন সংস্থার মাধ্যমে দেশের বিজ্ঞাপন, চিত্রগ্রহণ ও আইডিয়া জেনারেশনকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়, সেই গাউসুল আলম শাওন is the person who needs no further introduction.
 
একজন ব্রান্ড তৈরির কারিগর হিসেবে গাউসুল আলম শাওনের সক্ষমতা ও অভিজ্ঞতা প্রশ্নাতীত। কোন নির্দিষ্ট ব্র্যান্ডের ক্ষেত্রে পারপাস (উদ্দেশ্য/লক্ষ্য) কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন “DANO BrandTalk 4.0 powered by Shwapno and Daraz” অনুষ্ঠানে।
বাংলাদেশের বিজ্ঞাপন নির্মাণ ও চলচিত্রে একজন অন্যতম পথিকৃৎ “গাউসুল আলম শাওন"
এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড এর পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা, আর সেই যাত্রায় যারা অবদান রেখে চলেছেন অবদান রাখছেন তাদের একজন ডিজিটাল মিডিয়া প্লাটফর্ম এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড এর পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী।
 
বিভিন্ন সময়ে আইসিটি উন্নয়নে মুনাফ মুজিব চৌধুরী পেয়েছেন স্বীকৃতি। আধুনিক সময়ের আলোচিত অনলাইন কৃত্রিম বুদ্ধিমত্তা “চ্যাটজিপিটি (chatGPT)” নিয়ে আলোচনা করে আলোচিত তিনি। পাশাপাশি “একসাথে ফাউন্ডেশনের” প্রতিষ্ঠাতা হিসেবে সমাজ উন্নয়নেও রাখছেন ভূমিকা।
 
সময়ের সাথে তাল মিলিয়ে ডিজিটাল অ্যাপ্লিকেশন এর প্রয়োজনীয়তা যখন অনস্বীকার্য, তখন মার্কেটিং সাফল্যে ROI-focused Digital Strategies খুবই জরুরি। মুনাফ মুজিব চৌধুরী, তার ভাষায় বিস্তারিত আলোচনা করেন “ডানো প্রেজেন্টস ব্র্যান্ডটক ৪.০ পাওয়ার্ড বাই স্বপ্ন এবং দারাজ” ইভেন্টে।

ডানো ব্রান্ডটক ৪.০ পাওয়ার্ড বাই স্বপ্ন এবং দারাজ। প্লাটিনিয়াম পার্টনারস –  নগদ, ইস্পাহানি, গুড লাক এবং ফগ। ফ্যাশন পার্টনার – ইয়েলো, হেলথ কেয়ার পার্টনার – প্রভা হেলথ, গ্রোসারি পার্টনার – এসিআই পিওর, বিস্কুট পার্টনার – বেকম্যান’স, ইলেক্ট্রোনিক্স পার্টনার – ওয়ালটন, ড্রিংক্স পার্টনার – এসএমসি প্লাস, টিস্যু পার্টনার – পারটেক্স ক্লিন টিস্যু, স্ন্যাক্স পার্টনার – ডেন কেক, পেমেন্ট পার্টনারস – আমার পে, ইন্স্যুরেন্স পার্টনার – গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, আইসক্রিম পার্টনার -ইগলু, অর্গানিক পার্টনার – অর্গানিক কেয়ার, ক্যারিয়ার পার্টনার – ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ, বেভারেজ পার্টনার পেপসি এবং নলেজ পার্টনার – রকমারি।

Close