Written by 2:19 pm News

আকিজ ডেইরি নিয়ে এলো ফার্ম ফ্রেশ ফ্লেভার্ড ইউএইচটি মিল্ক

1537444564565
Herlan and Banglalink Ads Banner

বাংলাদেশের মানুষের দুধের চাহিদা পূরণে নতুন নতুন ফ্লেভারে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়ে এলো পুষ্টিগুণে ভরপুর ফার্ম ফ্রেশ ফ্লেভারড ইউএইচটি মিল্ক।

বাংলাদেশের মানুষের কাছে দুধের চাহিদা অপরিসীম। তবুও যুগের পর যুগ ধরে একই রকমের দুধ খেতে খেতে এক ধরনের অভক্তি চলে আসে। তাই দুধের সেই বোরিং এক্সপেরিয়েন্সে এক নতুনত্ব আনতেই এই ফার্ম ফ্রেশ ইউএইচটি ফ্লেভারড মিল্ক নিয়ে আসা। বাজারে আসার পর থেকেই ভোক্তাদের মাঝে ফার্ম ফ্রেশ ইউএইচটি ফ্লেভারড মিল্ক জনপ্রিয় হচ্ছে। ফার্ম ফ্রেশ ইউএইচটি ফ্লেভারড মিল্ক ইতিমধ্যে সারা দেশের ভোক্তাদের হাতে হাতে। দুধের বোরিং টেস্ট চেঞ্জ করতে ভিন্ন ভিন্ন ফ্লেভারে এলো ফার্ম ফ্রেশ ফ্লেভারড মিল্ক। এতে আছে কমপ্লিট নিউট্রিশন, নেই কোনো ধরনের প্রিজারভেটিভ। পিওর দুধের সঙ্গে রিয়েল ম্যাংগো পাল্প, চকোলেট, আর এলাচি এক্সট্রাক্ট নিয়ে ফার্ম ফ্রেশ ফ্লেভারড মিল্ক দুধের চেয়েও বেস্ট, সাথে এতগুলো টেস্ট।

ফার্ম ফ্রেশ ফ্লেভারড মিল্ক দেশের সর্বত্র খুচরা দোকান ও সুপারশপে পাওয়া যাচ্ছে, সঙ্গে সঙ্গে ০৮০০০০১৬৬০৯ নম্বরে কল করে হোম ডেলিভারি পাওয়া যাচ্ছে।

Share this on
Close