Written by 12:21 pm News, PR

আরএফএল-বঙ্গ বিল্ডিং’র পরিবেশক সম্মেলন

rfl bangabuildingmaterials 090221 1
Herlan and Banglalink Ads Banner
rfl bangabuildingmaterials 090221

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেড ও বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে সম্প্রতি এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরএফএল উৎপাদিত টিউবওয়েল, বাথরুম ফিটিংস, গ্যাস স্টোভ, ওয়েল্ডিং ইলেক্টোড, জিআই ফিটিংস, কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন পণ্যের পরিবেশকরা সম্মেলনে অংশ নেন।

বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডের পিভিসি ডোর, উইন্ডো, শিট, সিলিং, নেট ও সফট পিভিসিসহ বিভিন্ন পণ্যের পরিবেশকরাও অংশ নেন সম্মেলনে।

সম্মেলনে রংপুর ফাউন্ড্রির জাতীয় পর্যায়ের শীর্ষ ৩০ জন ও বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালসের ৪৩ জন পরিবেশককে পুরস্কৃত করা হয়।

সম্মেলনে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডের নির্বাহী পরিচালক দিলীপ কুমার সূত্রধর ও রংপুর ফাউন্ড্রি লিমিটেডের বিজনেস ইনচার্জ আফজালুর রহমান উপস্থিত ছিলেন।

Share this on
Close