Written by 12:34 pm News, PR

ইভ্যালিতে যুক্ত হলো বিট্রাক সলিউশনস

Evaly 1
Walton and Herlan Ads_2025
Evaly

ছবি: সৌজন্য

দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেড এর সঙ্গে যুক্ত হয়েছে বিট্রাক সলিউশনস লিমিটেড। এর মধ্য দিয়ে বিট্রাক সলিউশনস এর সীমো স্মার্ট ভিডিও ডোরবেল, সীমো স্মার্ট সিকিউরিটি ইনডোর ক্যামেরাসহ নানারকম পণ্য আকর্ষণীয় মূল্যছাড়ে কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকরা।

মঙ্গলবার ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত বিট্রাক সলিউশনস লিমিটেড এর প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম এবং বিট্রাক সলিউশনস লিমিটেড এর অপারেশন বিভাগের প্রধান এম তানভীর সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইভ্যালির বাণিজ্যিক শাখার গ্রুপ হেড এনামুল হক, ক্যাটাগরি হেড সাব্বির আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ নেওয়াজেশ মোহাম্মদ এবং বিট্রাক সলিউশনস লিমিটেড এর সেলস ম্যানেজার কাজী সোহেল শরিফ, কি অ্যাকাউন্ট ম্যানেজার গোলাম মুস্তফা আহাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

The Daily Samakal

Share this on
Close