Written by 2:28 pm News

ঈদে বিকাশ অ্যাপে ‘ডিজিটাল গ্রিটিংস কার্ড’

bkash greeting card
Walton and Herlan Ads_2025

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, সামাজিক দূরত্ব মেনে দূর থেকেই বিকাশ অ্যাপের ডিজিটাল গ্রিটিংস কার্ডের মাধ্যমে সালামি বিনিময় করে প্রিয়জনকে শুভকামনা জানানো যাবে।

গ্রিটিংস কার্ডসহ সালামী পাঠাতে বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হবে তা নির্বাচন করার পর ‘আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন’ ট্যাবটি দেখতে পাবেন গ্রাহকরা।

বিকাশ জানিয়েছে, যে গ্রাহক গ্রিটিংস কার্ড পাবেন তিনি নোটিফিকেশনের গিফট বক্সে ক্লিক করে বিকাশ অ্যাপে ঢুকলেই উপহারের পরিমাণ ও মেসেজ দেখতে পাবেন।

গ্রাহকরা চাইলে গ্রিটিংস কার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করতে পারবেন।

Share this on
Close