Written by 3:16 pm News

ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে জেসিআই ঢাকা ইস্ট

194947kalerkantho jpg
Walton and Herlan Ads_2025

গত শুক্রবার গাজীপুরের শ্রীপুরে “চিয়ার্স ফর হিউম্যানিটি ২.০” এর ব্যানারে ১০০ জন পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র, স্কুল ব্যাগসহ দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী ও খাদ্যদ্রব্য বিতরণ করে জেসিআই ঢাকা ইস্ট।

সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা প্রতিষ্ঠান ফাপা বাংলাদেশ এর কার্যালয়ে সম্পন্ন করা হয় এই ঈদ বস্ত্র ও খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রম।

জেসিআই ঢাকা ইস্টের লোকাল প্রেসিডেন্ট ইজাজ মোহাম্মদ উক্ত কার্যক্রমটি পরিচালনা করেন। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি জেনারেল রুমানা চৌধুরীসহ জেসিআই ঢাকা ইস্ট এর অন্যান্য সদস্যবৃন্দ।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নেতাদের নিয়ে গঠিত একটি বিশ্বব্যাপী সংগঠন। জেসিআই ঢাকা ইস্ট জেসিআই বাংলাদেশ এর সবচেয়ে পুরনো চ্যাপ্টার।

Share this on
Close