Written by 3:02 pm News

এসএমসির ‘সুপার কিড’ বাজারে

f5e2f1109960955.Y3JvcCw5OTksNzgyLDAsMTA4
Herlan and Banglalink Ads Banner

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুধ মালাই ও বাদাম চকলেটের দুটি মজাদার ভিন্ন স্বাদের সুপার কিড দোকানে পাওয়া যাচ্ছে। দাম ধরা হয়েছে ১০ টাকায।

এছাড়া সুপার কিড এর প্রতিটি প্যাকেটের সঙ্গে বাচ্চাদের জন্য একটি আকর্ষণীয় কার্ড ফ্রি হিসেবে দেওয়া হচ্ছে।

আমেরিকান ফরমুলেশনে প্রস্তুত সুপার কিডের প্রতিটি প্যাকেট দৈনিক পুষ্টি চাহিদার ২৭ শতাংশ পূরণ করে।

৪৭ বছর ধরে এসএমসি ওরস্যালাইন-এনসহ বিভিন্ন পণ্য বাজারজাত করে আসছে। এই ধারাবাহিকতায় এবার নতুন এই পণ্য এনেছে।

Share this on
Close