Written by 11:57 am Events, Media, PR

কক্সবাজারে ‘ওয়ালটন মিট দ্য ড্রিমার’

WALTON 2103061627
Walton_Herlan_Ads_2025-(Update-13)

WALTON 2103061627কক্সবাজারে শুরু হলো দেশের ইলেকট্রনিক্স খাতের সর্ববৃহৎ সেলস নেটওয়ার্ক ওয়ালটন প্লাজা সেলস অ‌্যান্ড ডেভলপমেন্ট বিভাগের ‘মিট দ্য ড্রিমার ২০২১’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলন। সম্মেলনে অংশ নিচ্ছেন সারা দেশে বিস্তৃত ওয়ালটন প্লাজার সহস্রাধিক সেলস এক্সিকিউটিভ, ওয়ালটন পরিচালনা পর্ষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার (৬ মার্চ, ২০২১) সন্ধ্যায় ‘হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট’ এর সামনে সমুদ্র নীড়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও বারবিকিউ পার্টির মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়েছে।

প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, মোহাম্মদ রায়হান, তানভীর রহমান, ফিরোজ আলম, মফিজুর রহমান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহাজাদা সেলিম প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

জানা গেছে, সম্মেলনের দ্বিতীয় অধিবেশন হোটেল টিউলিপে হবে (রোববার)। এতে করোনা দুর্যোগ কাটিয়ে চলতি বছর ওয়ালটন পণ্য বিক্রিতে ধারাবাহিক প্রবৃদ্ধি জোরদার করতে ব্যবসায়িক কলাকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হবে।

সম্মেলনে বিভিন্ন অঞ্চলের ওয়ালটন প্লাজার সেরা ম্যানেজার ও এরিয়া ম্যানেজাদের পুরস্কার দেওয়া হবে।

Share this on
Close