Written by 12:05 pm News

ক্রিকেটার সাকিব DBL সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন

Sakib DBL
Walton_Herlan_Ads_2025-(Update-13)

Sakib DBL brand ambasedorডিবিএল গ্রুপের একটি উদ্বেগ ডিবিএল সিরামিকস গতকাল ঘোষণা করেছে যে ক্রিকেটার সাকিব আল হাসান কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করবেন। রাজধানীর লেকশোর হোটেল গুলশানে ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ ও সাকিব চুক্তিতে স্বাক্ষর করেন।

ওয়াহেদ বলেন, “একটি প্রিমিয়াম সিরামিক টাইল ব্র্যান্ড হিসাবে, আমরা বছরের পর বছর ধরে আধুনিক সাজসজ্জার সমাধানের নিত্য পরিবর্তনশীল নান্দনিকতার চাহিদার সাথে বিকশিত হওয়ার গতিশীল ক্ষমতার সাথে বৃদ্ধি পাচ্ছি।” তিনি বলেন, “পারফরম্যান্সের প্রতি পূর্ণতার জন্য সাকিব আল হাসানের সিদ্ধান্তমূলক স্বভাব সবসময় প্রগতিশীল মনের জন্য ডিবিএল সিরামিকের উন্নতির মতো।” উপস্থিত ছিলেন গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের এবং ডিবিএল সিরামিকস এর জেনারেল ম্যানেজার মো বায়েজেদ বাশার।

News: বার্জার চুক্তিবদ্ধ হলো নুসরাত ফারিয়ার সঙ্গে

Share this on
Close