Written by 2:09 pm News

গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডসে প্রথম আলোর স্বীকৃতি

Prothomalo
Walton and Herlan Ads

দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু। এই সেতুর দুই পারের সংযোগের দিনটি ঘিরে গত ডিসেম্বরে প্রথম আলো পত্রিকা ও অনলাইনের বিশেষ আয়োজন ছিল ‘প্রত্যাশার ৬.১৫ কিলোমিটার’। এই আয়োজনের আন্তর্জাতিক স্বীকৃতি পেল প্রথম আলো।

সংবাদমাধ্যমের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২১’-এ একটি বিভাগে সম্মানজনক স্বীকৃতি (অনারেবল মেনশন) পেয়েছে প্রথম আলো। বিশ্বের পত্রিকা, টেলিভিশন, রেডিওসহ সংবাদমাধ্যমের জন্য সম্মানজনক এই পুরস্কারের আসরে প্রথমবারের মতো স্বীকৃতি পেল বাংলাদেশি কোনো সংবাদমাধ্যম। গত ৩ জুন ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

এই গৌরবময় অর্জনে প্রথম আলো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এই আয়োজনের পৃষ্ঠপোষকদের, যাদের বিজ্ঞাপনে সৃজনশীল উপস্থিতি আর অংশীদারিত্বেই এসেছে এই স্বীকৃতি। পাশাপাশি প্রথম আলো অভিনন্দন ও কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ সরকারকে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টা, দৃঢ় মনোবল ও যোগ্য নেতৃত্বেই দেশের সবচেয়ে বড় অবকাঠামোগত চ্যালেঞ্জিং প্রকল্প পদ্মা সেতু আজ বাস্তব।

Share this on
Close