Written by 12:19 pm News

টুইটারপ্রধানের প্রথম টুইটটি নিলামে

jack dorsey
Herlan and Banglalink Ads Banner_May_2025_Updated

jack dorsey2সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান জ্যাক ডরসি তাঁর প্রথম টুইটটি নিলামে বিক্রি করতে যাচ্ছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

নিলামে তোলার পর গতকাল শনিবার পর্যন্ত টুইটটির দাম উঠেছে ২ মিলিয়ন মার্কিন ডলার।

প্রথম টুইটটি বিক্রির লক্ষ্যে তা ‘ভ্যালুয়েবলস বাই সেন্ট’ নামের অনলাইন মার্কেটপ্লেসে তালিকাভুক্ত করেন জ্যাক ডরসি। সেখানে তিনি গত শুক্রবার এ-সংক্রান্ত একটি লিংক পোস্ট করেন।

২০০৬ সালের ২১ মার্চ প্রথম টুইট করেন জ্যাক ডরসি। সেই টুইটে তিনি লিখেন, ‘আমার টুইটার মাত্র তৈরি করছি।’

শনিবার পর্যন্ত জ্যাক ডরিসের টুইটটির দাম ওঠে দুই মিলিয়ন ডলার। সর্বোচ্চ এই দাম এসেছে ব্লকচেইন প্ল্যাটফর্ম ট্রোনের প্রতিষ্ঠাতা জাস্টিন সানের কাছ থেকে। তিনি স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিটটরেন্টেরও প্রধান।

টুইটটি ‘নন-ফানজিবল টোকেন’ (এনএফটি) হিসেবে বিক্রি হবে।

টুইটটির ক্রেতা একটি সনদ পাবেন। সনদে জ্যাক ডরসির ডিজিটাল সই থাকবে। সঙ্গে থাকবে মূল টুইটের মেটা ডাটা। মেটা ডেটায় অন্তর্ভুক্ত থাকবে টুইটটি পোস্ট করার সময়, টুইটের কনটেন্ট ইত্যাদি।

Share this on
Close