Written by 2:41 pm News

ডিজিটাল হসপিটাল দিচ্ছে ‘কোভিড কেয়ার প্যাকেজ’

unnamed
Walton and Herlan Ads

এই প্যাকেজের আওতায় করোনাভাইরাস আক্রান্ত এবং করোনাভাইরাসের লক্ষণ উপসর্গ আছে এমন ব্যক্তিরা তার বাড়িতে বসেই ২৪ ঘণ্টার মধ্যে নমুনা পরীক্ষা করাতে পারবেন।

বাসায় বসেই চিকিৎসা পরামর্শ পাবেন। এছাড়া অক্সিজেন সিলিন্ডার বুকিং দিয়ে রাখারও সুযোগ রয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজিটাল হসপিটাল জানিয়েছে, এই প্যাকেজের আওতায় চিকিৎসক প্রতিদিন ফলো-আপ কলের মাধ্যমে রোগীর নিবিড় পর্যবেক্ষণ করবেন, তা চলবে সুস্থতা নিশ্চিত হওয়া পর্যন্ত।

ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিসিও অ্যান্ড্রু স্মিথ বলেন, “আমাদের প্যাকেজগুলোর মাধ্যমে মানুষ এখন তাদের দরকারি স্বাস্থ্যসেবা ঘরে বসেই নিতে পারবে এবং এতে বর্তমান স্বাস্থ্যসেবা খাতে চাপ অনেকটা কমে আসবে।”

গতবছরের জুলাই থেকে এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি মানুষকে ডিজিটাল হসপিটালের হটলাইনে সেবা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share this on
Close