Written by 6:48 pm News

তিন ‘সাহসী নারীকে’ ডাবর আমলার সম্মাননা

dabor amla 100321 01
Herlan and Banglalink Ads Banner

dabor amla 100321 01নারী দিবস উপলক্ষে কোভিড-১৯ মোকাবেলায় ভূমিকার জন্য তিন ‘সাহসী নারীকে’ সম্মাননা দিয়েছে কেশতেলের ব্র্যান্ড ডাবর আমলা।

এই তিন নারী হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সামিয়া হাসান, সাংবাদিক মাহমুদা মৌমিতা এবং চিকিৎসক জাকান্তা ফাইকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাবর বলেছে, সমাজের কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

“তারা প্রত্যেকেই অদম্য সাহস ও ইচ্ছাশক্তির মাধ্যমে এগিয়ে আসেন। সামিয়া হাসান ১৬৭টি পরিবারের পাশে দাঁড়ান, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মাহমুদা মৌমিতা তুলে নিয়েছেন কিছু আর্থিকভাবে অসচ্ছল পরিবারের দায়িত্ব। অন্যদিকে সপ্তাহে প্রায় ৬৪ ঘণ্টা সময় করোনা আক্রান্ত রোগীদের সেবায় অতিবাহিত করেছেন ডা. ফাইকা।”

ডাবর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বি কে দাস বলেন, “শুধু মাত্র নারী দিবসেই না, নারীর প্রতি আমাদের সম্মান অটুট থাকবে সারা বছর। আমাদের আশপাশের সকল নারীর অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।“

ডাবর বাংলাদেশের হেড অফ মার্কেটিং মি তালাত রহিম বলেন, “সমাজে অগ্রগতি নিশ্চিত করার সবচেয়ে সহজ পথ নারীর সমঅধিকার নিশ্চিত করা। আমাদের মনে রাখতে হবে, নারীর প্রতি সম্মান দেখানো বিশেষ কিছু না বরং এটাই তার প্রাপ্য।”

আর কোম্পানির সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আবু ওবায়দা ইমন বলেন, “আমরা বিশ্বাস করি, সামনে এগিয়ে যাওয়ার জন্য আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ যা ভেতর থেকে আসে। ডাবর আমলা যেমন চুলকে শক্তিশালী করে ভেতর থেকে, তেমনিভাবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য নারী পুরুষ সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে ভেতর থেকে।“

Share this on
Close