Written by 1:56 pm News

দেশে উদ্ভাবিত ‘উন্নত মানের’ চায়ের চারার উন্মোচন

ispahani tea 050621 01
Walton_Herlan_Ads_2025-(Update-13)

দেশের চা বাগানগুলোতে আরও উন্নত মানের চা উৎপাদনের প্রসার ঘটাতে এই দুটি জাত উদ্ভাবন করা হয়েছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার বাংলাদেশ চা বোর্ড আয়োজিত ‘প্রথম জাতীয় চা দিবস’ এর অনুষ্ঠানে নতুন জাতের চারা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় চা বাগান মালিক ও ইস্পাহানি টি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে বিটি-২২ এবং বিটি-২৩ চা গাছের চারা গ্রহণ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চা উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইস্পাহানির চা বাগানগুলোতে নতুন জাতের চা চাষের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের চায়ের মানকে আরও উন্নত করতে ইস্পাহানিকে গাছের চারা উপহার দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ উপস্থিত ছিলেন।

Share this on
Close