Written by 5:54 pm News

দেশে প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের পণ্য বানাবে প্রাণ

pran
Walton and Herlan Ads

pran 2বিশ্বের সর্ববৃহৎ এফএমসিজি (নিত্য ব্যবহার্য পণ্য) উৎপাদনকারী কোম্পানি প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের পণ্য বানাবে প্রাণ গ্রুপ। প্রাণের জনসংযোগ বিভাগের সিনিয়র ম্যানেজার তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ভার্চুয়াল মাধ্যমে রবিবার (২ ফেব্রুয়ারি) এ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেন, “বাংলাদেশ সরকারের অন্যতম নীতি হচ্ছে দেশের বেসরকারি খাতকে উন্নত করা।”

অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে প্রক্টর ও গ্যাম্বেল বাংলাদেশে বিনিয়োগ করেছে। এটি শুধু আমেরিকান কোম্পানি নয়, সারা পৃথিবীর কোম্পানির জন্য এটি একটি ভালো বার্তা। কারণ প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল খ্যাতি, আকার ও অবস্থান বিবেচনায় বিশ্বের একটি সফল কোম্পানি।”

সালমান এফ রহমান বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে প্রক্টর ও গ্যাম্বেল বাংলাদেশে বিনিয়োগ করেছে’

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবাট মিলার বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য কোম্পানির মতো প্রক্টর ও গ্যাম্বেল বাংলাদেশে উৎপাদন ক্ষেত্র হিসেবে যে সম্ভাবনা আছে সেটি কাজে লাগাতে যুক্ত হলো।”

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, “এ উদ্যোগের ফলে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী জ্ঞানভিত্তিক পরিবেশে নিজেদের পেশাদার হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।”

প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মধুসূদন গোপালান বলেন, “১৯৯৪ সাল থেকে আমাদের পণ্য বাংলাদেশের ভোক্তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। প্রাণের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে চুক্তিভিত্তিক উৎপাদনের ফলে আরও ভালোভাবে আমরা আমাদের ভোক্তাদের সেবা দিতে পারব। এটির মাধ্যমে বাংলাদেশে আমাদের বিনিয়োগের যে প্রতিশ্রুতি তা আরও জোরদার করবে, যার ফলে কর্মসংস্থান, অংশীদারিত্বসহ নানা সুযোগ সৃষ্টি হবে এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে।”

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, “প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের পণ্য উৎপাদনে অংশীদার হতে পেরে আমরা গর্বিত।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাডভান্সড পার্সোনাল কেয়ার লিমিটেড (এপিসিএল) প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের চুক্তিভিত্তিক পণ্য উৎপাদনের কাজ করবে। এর কারখানাটি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত। এখানে রেজরসহ গ্রুমিং পণ্য উৎপাদিত হবে।

Share this on
Close