Written by 1:57 pm News

বাজারে এলো পুষ্টি ড্রিংকিং ওয়াটার

Pushti 1
Walton and Herlan Ads_2025

Pushtiটি কে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পুষ্টি কনজ্যুমার বাজারে নিয়ে এসেছে ‘পুষ্টি ড্রিংকিং ওয়াটার’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যবসায় গ্রুপটি জানায়, সোমবার টি কে ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ‘পুষ্টি ড্রিংকিং ওয়াটার’-এর শুভ উদ্বোধন করেন গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা হায়দার।

অনুষ্ঠানে গ্রুপ ডিরেক্টর হায়দার বলেন, পুষ্টি ব্র্যান্ড সব সময় ভোক্তা সাধারণের চাহিদার কথা বিবেচনা করে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় পুষ্টি ব্র্যান্ড নিয়ে এসেছে আরেকটি নতুন পণ্য ‘পুষ্টি ড্রিংকিং ওয়াটার’ যা  খুব শিগগিরই ভোক্তাদের আস্থা অর্জন করবে।

এসময় গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক, পরিচালক (প্রোডাকশন ও টেকনিক্যাল) খোরশেদ আলম, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলমাস রাইসুল গণি, জি এম (ফ্যাক্টরি) তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share this on
Close