Written by 11:59 am News

ফাইন্যান্স এশিয়ার পুরস্কার পেয়েছে সিটি ব্যাংক

Award Final
Walton_Herlan_Ads_2025-(Update-13)

সিটি ব্যাংক আবারও ‘বাংলাদেশের সেরা ব্যাংক’ হিসেবে ২০২১ সালের পুরস্কার পেয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সাময়িকী ফাইন্যান্স এশিয়া এই পুরস্কার দিয়েছে।

এর আগে আরও ছয়বার-২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে সিটি ব্যাংক ফাইন্যান্স এশিয়ার এই সম্মাননা অর্জন করে।

এ বছরের পুরস্কার প্রসঙ্গে ফাইন্যান্স এশিয়া জানায়, পুরস্কার প্রদানের ক্ষেত্রে ২০২০ সালে করোনা মহামারির ঝুঁকি সত্ত্বেও সিটি ব্যাংকের সক্ষমতার ধারাবাহিকতা এবং আর্থিক অন্তর্ভুক্তিতে সফলতা বিবেচনায় নেওয়া হয়েছে। দেশজুড়ে এজেন্ট ব্যাংকিং সম্প্রসারণ এবং বিকাশের সঙ্গে অংশীদারত্বে মোবাইল ব্যাংকিংয়ে ডিজিটাল ন্যানো ঋণ দেওয়ার উদ্যোগের ক্ষেত্রে সিটি ব্যাংক যথেষ্ট দূরদর্শিতার পরিচয় দিয়েছে। উদ্ভাবনে ধারাবাহিকতা এবং দ্রুত সম্প্রসারণশীল বাংলাদেশের বাজারে গ্রাহক ও বিনিয়োগকারীদের চাহিদা পূরণে সিটি ব্যাংকের সক্ষমতার কথা বিশেষভাবে উল্লেখ করেছে হংকংভিত্তিক এই প্রতিষ্ঠান।

উল্লেখ্য, সিটি ব্যাংক সম্প্রতি এশিয়ামানির ‘বাংলাদেশের সেরা ডিজিটাল ব্যাংক ২০২১’ পুরস্কার লাভ করেছে।

Share this on
Close