Written by 1:02 pm News

ফুডপান্ডায় বিকাশ গ্রাহকদের ৪০% ছাড়

bkash foodpanda 060621
Herlan and Banglalink Ads Banner

বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুন মাসজুড়ে বিভিন্ন রেস্টুরেন্টে ন্যূনতম ১৩০ টাকার অর্ডারে সর্বোচ্চ ৭০ টাকা ছাড় পাবেন গ্রাহক।

বিকাশ পেমেন্ট করার সময় গ্রাহককে FPBKASH70 কোডটি ব্যবহার করে সর্বোচ্চ ৭০ টাকার ছাড়টি গ্রহণ করতে হবে।

এছাড়া পান্ডামার্ট ও শপ-এ গ্রাহকরা FPBKASH50 কোডটি ব্যবহার করে ন্যূনতম ৫০০ টাকার গ্রোসারি অর্ডারে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ১০ শতাংশ ছাড় পাবেন। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই অফারটি নিতে পারবেন।

ফুডপান্ডায় পেমেন্ট বিকাশে করতে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টটি ফুডপান্ডায় পেমেন্ট পদ্ধতির তালিকায় সেভ করতে হবে। একবার অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেলে গ্রাহকরা তাদের প্রয়োজনমতো পেমেন্ট করতে পারবেন।

অফার চলাকালীন ৩টি ফুড অর্ডারে সর্বোচ্চ ২১০ টাকা ডিসকাউন্ট পেতে পারেন একজন গ্রাহক। এছাড়া গ্রোসারি পেমেন্টেও রয়েছে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড়।

 

Share this on
Close