দ্রুততম সময়েই দেশের ই-কমার্স জগতে জায়গা করে নেওয়া ইভ্যালি এবার পা বাড়ালো ভ্রমণ ও পযটন খাতে।
অনলাইন ট্র্যাভেল এজেন্সি ‘ফ্লাইট এক্সপার্ট’ কিনে নেওয়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালি জানিয়েছে।
ফ্লাইট এক্সপার্ট পুরো পৃথিবী জুড়ে কার্যক্রম পরিচালনা করছে। দেশে ঢাকা ও চট্টগ্রামের অফিসে অর্ধশতাধিক কর্মী রয়েছে প্রতিষ্ঠানটির।
দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ৫ শতাধিক এয়ারলাইন্স এবং সাড়ে ৯ লাখ হোটেল-রিসোর্ট যুক্ত আছে তাদের সাথে।
তৃতীয় পক্ষের নিরীক্ষায় ফ্লাইট এক্সপার্ট-এর অর্থমূল্য ৫০ লাখ ডলারেরও বেশি বলে জানায় ইভ্যালি।
ইভ্যালি জানায়, পুরোপুরি অধিগ্রহণ করে নিলেও ফ্লাইট এক্সপার্ট স্বতন্ত্রভাবে পরিচালনা করা হবে। ফ্লাইট এক্সপার্ট এর পূর্বের পরিচালনা পরিষদের সবাই বর্তমান পরিষদে আছেন।
এতে আরও জানানো হয়, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ইভ্যালি প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মধ্যে ৫০ লক্ষাধিক গ্রাহক এবং ২০ হাজারের বেশি বৃহৎ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এই প্ল্যাটফর্মে যোগ দেন।
এছাড়া অনলাইন ব্যবসা খাতে ই-ফুডের পর ই-জবস ও ই-হেলথ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।