সুকুক ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করবে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো। গত ২ মার্চ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সকুকু ইস্যু প্রক্রিয়ার অংশ হিসেবে কোম্পানিটি সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুসারে সিটি ব্যাংক ক্যাপিটাল ওই বন্ডের ইস্যু ম্যানেজার, অ্যারেঞ্জার ও অ্যাডভাইজারের দায়িত্ব পালন করবে।
রোববার (৭ মার্চ) এ দুই কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে। সোমবার ( ৮ মার্চ) সিটি ব্যাংক ক্যাপিটাল সূত্রে এ তথ্য জানা গেছে।
উভয়পক্ষের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেক্সিমকো গ্রুপের পরিচালক ও গ্রুপের প্রকৌশল ও জ্বালানি ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওমর কায়সার চৌধুরী এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেরসর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরশাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময় দুই কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সুকুক ইস্যুর মাধ্যমে সংগৃহীত ৩ হাজার কোটি টাকা বেক্সিমকো তার দুই সহযোগী কোম্পানি তিস্তা সোলার ও করতোয়া সোলারে বিনিয়োগ করবে। একইসঙ্গে টেক্সটাইল ডিভিশনের ব্যবসা সম্প্রসারণের কাজে ওই অর্থ ব্যবহার করা হবে।
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম