Written by 6:13 pm News

ব্র্যান্ড প্র্যাক্টিসনার্সের আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং বিতর্ক উৎসব-২০২১

225502890 4329638507092868 741933630398417673 n
Walton and Herlan Ads

দেশে প্রথমবারের মত ‘ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ’ আয়োজন করেছে ইন্টার-ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট ফেস্ট-পয়েন্ট কাউন্টার-পয়েন্ট। এই বিতর্ক উৎসবের টাইটেল স্পন্সর এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট  ড্রিংক এবং পাওয়ার্ড বাই স্পন্সর ইস্পাহানি এবং ওয়ালটন।

সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট ৬৪টি দলের অংশগ্রহণে চলছে এই সনাতন পদ্ধতির বিতর্ক উৎসব । গত ১৭ জুলাই থেকে শুরু হওয়া এই বিতর্ক উৎসবে মার্কেটিং ক্ষেত্রের সমসাময়িক বিষয়ের উপর ৬৩টি বিতর্ক অনুষ্ঠিত হবে। ফেসবুক প্লাটফর্মে আয়োজিত এই  উৎসবের মডারেটর এবং বিচারক হিসাবে আছেন দেশের সফল এবং প্রতিশ্রুতিশীল ৬০ জন ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স। পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোকে তথ্য-উপাত্ত ও বিভিন্ন বিষয় নিয়ে সহযোগিতার জন্য মেন্টর হিসাবেও যুক্ত আছেন আরো ৪০ জন মার্কেটিং পেশাজীবী।

এই বিতর্ক উৎসব নিয়ে এসএমসি এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) খন্দকার শামীম রহমান বলেন, ‘একদিন ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে পেশাদার হিসাবে জব মার্কেটে প্রবেশ করবে বা নিজেদের উদ্যোগ শুরু করবে। দুই ক্ষেত্রেই মার্কেটিং বিষয়ক সম্যক জ্ঞান তাদেরকে সফলতার পথে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা আশাকরি, এই উদ্যোগের ফলে তারা বৈশ্বিক এবং দেশীয় মার্কেটিং ট্রেন্ড নিয়ে আরও বেশী জানার সুযোগ পাবে। আমাদের তরুণদের নিয়ে এই আয়োজনের সাথে এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট  ড্রিংক থাকতে পেরে  খুবই ভাল লাগছে।’

দেশের সকল বিশ্ববিদ্যালয় থেকেই প্রতিযোগিতায় বিনামূল্যে অংশগ্রহণ করার জন্যে ১২৭টি টিম থেকে ৬৪টি বাছাই করা হয়েছিল। এরমাঝে প্রথম রাউন্ডের ৩২টি বিতর্ক শেষ হয়ে ২য় রাউন্ড শুরু হবে ১০-ই আগস্ট ২০২১ থেকে। এই বিতর্কের ফাইনাল বিতর্ক আয়োজিত হবে ২২ আগস্ট রাত ৯ টায়।

এই আয়োজন প্রসঙ্গে ওয়ালটনের এর চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম ক্যারিয়ারের শুরুতেই মার্কেটিং বিষয়ে জানার উপর গুরুত্ব দিতে বলেছেন। তিনি বলেন “দেশে আমাদের আরও অনেক সৃষ্টিশীল এবং প্রতিশ্রুতিশীল মার্কেটিয়ার দরকার। ব্যবসায় শিক্ষার পাশাপাশি ইঞ্জনিয়ার, ডাক্তার এবং মানবিক বিষয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাঝেও মার্কেটিং বিষয়ক সম্যক জ্ঞান এবং চর্চা বিনিময় এই বিতর্কের মধ্য দিয়েও আরো বেশি আকারে ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি”।

আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং বিতর্ক উৎসব-২০২১ নিয়ে ‘ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ’ প্রতিষ্ঠাকালীন সময় থেকেই মার্কেটিং এবং ব্র্যান্ড নিয়ে কাজ করে আসছে। এতদিন পেশাজীবীদের জন্যে নানান ধরনের আয়োজন থাকলেও এই প্রথম ছাত্র-ছাত্রীদের জন্যে কিছু করতে পারছি আমরা। পণ্য, ভোক্তা, মার্কেট ডাইনামিক্স, ট্রেন্ড ইত্যাদিসহ দরকারী বিষয়গুলোতে ছাত্রছাত্রীরা আগ্রহী হয়ে উঠলে সেটা তাদের ক্যারিয়ারে দারুণ কাজে দেবে। ছাত্রাবস্থায় মার্কেটিং এর নানান প্রায়োগিক বিষয়ে ধারণার পাশাপাশি সফল মার্কেটিং পেশাজীবীদের সাথে ছাত্র-ছাত্রীদের একটা সেতুবন্ধন হিসাবেও এই প্রোগ্রাম কাজ করবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি’।

Share this on
Close