Written by 6:13 pm News

মিরাজ আরএকে সিরামিক এর সাথে নতুন ইনিংস শুরু করছেন

miraz-rak-ceramics
Walton and Herlan Ads

ক্রিকেটার মেহিদী হাসান মিরাজ আজ দুবাই ভিত্তিক বহুজাতিক টাইলস এবং স্যানিটারি গুদাম উৎপাদন ও বিপণন সংস্থার সহযোগী প্রতিষ্ঠান RAK সিরামিক্স বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আরএকে সিরামিকসের সঙ্গে মিরাজ চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মিরাজ এবং আরএকে সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান এবং সিওও-কাম-সিএফও সাধন কুমার দে সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Miraz

 

 

অনুষ্ঠানে মিরাজ বলেন, “আমি আরএকে সিরামিক্সের সাথে একটি নতুন ইনিংস শুরু করেছি। আমি বিশ্বাস করি আমাদের অংশীদারিত্ব অনেক দূর এগিয়ে যাবে। আমি আজ যে পথ শুরু করেছি, আমি মনে করি যতদিন আমি ক্রিকেট খেলব ততদিন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। ” আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আমরা বাংলাদেশ ক্রিকেট দলের সম্ভাব্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে আরএকে সিরামিকস পেয়ে গর্বিত। একসঙ্গে আমরা সিরামিকের জগতে নতুন দিগন্ত উন্মোচন করব।”

Share this on
Close