দেশের অন্যতম সেরা কার্বোনেটেড বেভারেজ ব্র্যান্ড মোজো বাজারে নিয়ে এলো সম্পূর্ণ নতুন ধরনের কার্বোনেটেড ড্রিংক ‘নাগা মোজো’।
নতুন কিছু সবসময়ই আমাদের দেশে তরুণ প্রজন্মকে ব্যাপকভাবে আকর্ষণ করে। সম্পন্ন ভিন্ন স্বাদের কার্বনেটেড ড্রিংক নাগা মোজো ভোক্তাদের মনে চাঞ্চল্য সৃষ্টি করবে বলে মোজো আশাবাদী।
আকিজ ভেঞ্চারস গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ আলমগীর নাগা মোজো নিয়ে আশা ব্যক্ত করেন । মোজো সব সময় একটি ফিউশন ব্র্যান্ড হিসেবে বাজারে পরিচিত। ভোক্তাদের চাহিদা অনুযায়ী নতুনত্ব এবং সর্বোৎকৃষ্ট সেবা প্রদান করাই মোজোর মূল লক্ষ্য। বৈচিত্রপ্রেমী এবং রসনাবিলাসী মানুষদের কথা ভেবেই এবার মোজো নিয়ে এসেছে সম্পন্ন নতুন স্বাদের নাগা মোজো।
‘ঝাল IS ON’ এই ট্যাগলাইন নিয়ে বাজারে এসেছে “নাগা মোজো”।