Written by 1:49 pm News

সরকারি অনুদান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছানোর আহ্বান নগদের

nagad logo
Walton and Herlan Ads

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, ২০২০-২১ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তরের আওতায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ৭৫ শতাংশ ভাতা বিতরণের দায়িত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়া প্রধানমন্ত্রীর ঈদ উপহার, মহামারীতে ক্ষতিগ্রস্ত কৃষক, খামারী ও মৎস্য চাষীদের ভাতা দেওয়ার দায়িত্বও পেয়েছে নগদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৭ হাজার ৬২৪ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

সরকার ২০২১-২২ অর্থবছরেও নগদ এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা খাতের ভাতা বিতরণ করবে, সে আশা প্রকাশ করেছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক।

“সামাজিক নিরাপত্তা খাতের অনুদান মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হলে আর্থিক খাতের ডিজিটালাইজেশনের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক খাতেও বড় ভূমিকা রাখবে।

“আমরা বিশ্বাস করি, দ্রুতই নগদ সরকারের পুরো ভাতা বিতরণ ব্যবস্থাকে ডিজিটালাইজ করবে এবং জনগণও কোনরকম ঝক্কি ছাড়াই তাদের প্রাপ্য বুঝে পাবে।”

Share this on
Close