Written by 2:33 pm News

সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ ‘উপায়’এ

upay 280421 01
Walton and Herlan Ads_2025

এক মাস আগে থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এই মোবাইল আর্থিক সেবার অ্যাপ ও অ্যাপ ছাড়া ক্যাশ আউট- দুই ধরনের সেবাতে একই চার্জ নেওয়া হচ্ছে বলে ব্যাংকটির হেড অব করপোরেট কমিউনিকেশন্স অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স জাহিদুল ইসলাম জানিয়েছেন।

গত ১৭ মার্চ সেবাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অত্যাধুনিক ব্লক-চেইন প্রযুক্তি ও ডিভাইস ব্যবহার করে অ্যাপসহ আর অ্যাপ ছাড়া দুই ধরনের লেনদেনকে সর্বোচ্চ নিরাপদ করা হয়েছে বলে জানিয়েছে ‘উপায়’।

গ্রাহকরা ‘উপায়’ এর ইউএসএসডি কোড *২৬৮# ডায়াল করে যেকোনো এজেন্ট পয়েন্টে প্রয়োজনমত টাকা ক্যাশ আউট করতে পারবেন।

‘উপায়’ এর ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক খন্দকার বলেন, “আমাদের এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের প্রায় ৭০ ভাগ মোবাইল লেনদেন সম্পন্ন হয় ইউএসএসডি কোড ব্যবহার করে।

“এরা মূলত সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ, যাদের স্মার্টফোন এবং ইন্টারনেট সুবিধা নেই। আমরা এই প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধার কথা ভেবেই ইউএসএসডির মাধ্যমে লেনদেনে বাজারের সবচেয়ে কম রেটে ক্যাশ আউট চার্জ নির্ধারণ করেছি।”

Share this on
Close