Written by 7:24 pm News, PR

নতুন স্যানিটারি ন্যাপকিন বাজারে, রয়েছে উন্নত বেল্ট সিস্টেম

191918kalerkantho pic 1
Walton_Banglalink_Herlan-Ads-2025-(Updated 2)

191918kalerkantho picএসিআইয়ের জনপ্রিয় ব্র্যান্ড ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন সম্প্রতি বাজারে নিয়ে এসেছে অত্যাধুনিক এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ফ্রিডম বেল্ট সিস্টেম স্যানিটারি ন্যাপকিন। এসিআইয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কটন টপ শিট ও সুগন্ধিযুক্ত, এস.এ.পি’র উচ্চ শোষণক্ষমতা সম্পন্ন, ইউভি রশ্মি দ্বারা জীবাণুমুক্ত এবং দুই পাশে লক সিস্টেমযুক্ত এই অতি উন্নত স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাচ্ছে ৪টি সুবিধাজনক প্যাক সাইজে (৫ প্যাড, ৮ প্যাড, ১০ প্যাড এবং ১৫ প্যাড)। প্যাকগুলোর মূল্য শুরু হচ্ছে মাত্র ৩৫ টাকা থেকে।

Share this on
Close