Written by 6:34 pm News

Hexisol CORONAVIRUS Awareness Campaign

Walton and Herlan Ads

করোনা ভাইরাস (2019 – nCoV)

করোনা (nCoV) এক ধরনের সংক্রামক ভাইরাস। এটি সার্স ও মার্স সমগোত্রীয়। এখন পর্যন্ত কোন টীকা বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। জনসচেতনতার মাধ্যমেই এর প্রতিরোধ করতে হবে।

যেভাবে ছড়ায়

  • মানুষ ও পশুপাখির মাধ্যমে
  • হাঁচি বা কাশির মাধ্যমে
  • রোগী বা তার ব্যবহৃত জিনিস ধরে সরাসরি নিজের চোখ, মুখ ও নাকে হাত দিলে
  • রোগীর সাথে করমর্দন বা শারীরিক ঘনিষ্ঠতা হলে

লক্ষণ

  • শ্বাসতন্ত্রের সংক্রমণ (শ্বাসকষ্ট, সর্দি, কাশি বা নিউমোনিয়া)
  • জ্বর (1000 F এর বেশি)
  • কিডনি বিকলতা

প্রতিরোধের উপায়

  • মাস্ক ব্যবহার করা
  • আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা
  • হাঁচি কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার করা
  • সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার (HEXISOL/Clean gel অথবা এ ধরনের অন্য যেকোন হ্যান্ড স্যানিটাইজার/সাবান) ব্যবহার করা
  • মাছ, মাংস ও ডিম ভালোভাবে সিদ্ধ করা
  • পশুপাখি ও জীবজন্তুর সংস্পর্শ এড়িয়ে চলা এবং সংস্পর্শে আসলে হ্যান্ড স্যানিটাইজার (HEXISOL/Clean gel অথবা এ ধরনের অন্য যেকোন হ্যান্ড স্যানিটাইজার/সাবান) ব্যবহার করাhexisol products
    Deatails: http://www.acipharma.net/sharing-happiness/coronavirus-2019-ncov
Share this on
Close