Written by 12:42 pm News, PR

ডিজিটাল রাইটিং প্যাড বাজারে আনল ওয়ালটন

162518 bangladesh pratidin Walton Digital Writing 1 1
Walton and Herlan Ads
162518 bangladesh pratidin Walton Digital Writing

ডিজিটাল রাইটিং প্যাড

শিশুদের জন্য পরিবেশবান্ধব ও রেডিয়েশন মুক্ত ডিজিটাল রাইটিং প্যাড বাজারে নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যার নাম ‘মাইপেজ ডিজিটাল রাইটিং প্যাড’। এটি বাচ্চাদের পড়াশুনার হাতেখড়িতে যোগ করবে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া। তাদের শিক্ষার শুরুটা হবে প্রযুক্তিনির্ভর।

ওয়ালটনের ওই ডিজিটাল রাইটিং প্যাডের দাম মাত্র ৯৯৫ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা এবং ডিলার পয়েন্ট থেকে এটি কিনলে থাকছে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। এছাড়া অনলাইনে ই-প্লাজা থেকে অর্ডার করলেও মিলছে  ১০ শতাংশ নগদ মূল্যছাড় সুবিধা এবং বাসায় বসে হোম ডেলিভারি নেয়ার সুযোগ।

এর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে স্ক্রাচ রেজিস্টেন্ট ১০ ইঞ্চির ‘এন্টি ড্যাজলিং’ এলসিডি ফ্লিম স্ক্রিন, প্রেসার সেন্সর টেকনোলজি, এবিএস প্রোটেকশন ফ্রেম, আঁকা বা লেখার জন্য স্টাইলাস পেন, ওয়ান ক্লিক ফুল ইরেজ বাটন ও লক স্ক্রিন, সহজেই ব্যাটারি পরিবর্তনের সুবিধা। ২৫৪ মিলিমিটার উচ্চতা এবং ১৬৪ মিলিমিটার প্রস্থের সহজে বহনযোগ্য ওই প্যাডের ওজন মাত্র ১৫৮ গ্রাম।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি এবং কম্পিউটার বিভাগের সিইও প্রকৌশলী লিয়াকত আলী বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। আর তাই প্রযুক্তিনির্ভর শিক্ষাপণ্য সকলের হাতের নাগালে নিয়ে আসার প্রচেষ্টায় ওয়ালটনের নতুন সংযোজন মাইপেজ ডিজিটাল রাইটিং প্যাড।

যা ছোট্ট সোনামনিদের লেখাপড়ার শুরুটা আনন্দময় এবং সহজ করতে সহায়ক ভূমিকা পালনে কার্যকর অবদান রাখবে। দেবে স্মুথ রাইটিং অভিজ্ঞতা। এই ডিজিটাল রাইটিং প্যাড একদিকে যেমন বাচ্চাদের লেখাপড়া করবে প্রযুক্তিনির্ভর, অপরদিকে কাগজের ব্যবহার রোধের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় রাখবে গুরুত্বপূর্ণ অবদান।

বিডি প্রতিনিধি/আবু জাফর

Share this on
Close