Written by 4:16 pm News, PR

সদাগর.কমের বর্ষপূর্তিতে তারকার মেলা

210107 bangladesh pratidin oo 1
Herlan and Banglalink Ads Banner

210107 bangladesh pratidin ooদেশের বি২বি হোলসেইল মার্কেটপ্লেস সদাগর.কমের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ বছরে পদার্পন আয়োজনে প্রতিষ্ঠানটির গুলশান প্রধান কার্যালয়ে হাজির হন দেশের বিভিন্ন সেক্টরের গুনীজনেরা।

ক্রিকেট তারকা আশরাফুল, সংগীত তারকা সোলস এর নাসিম, কন্ঠশিল্পী তপু, আসিফ এবং উপস্থাপিকা শারমীন লাকি উপস্থিত হন বিকেলের আয়োজনে। প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারীর সাথে তারা বসন্তে ভালোবাসার শুভেচ্ছাও বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন সদাগর.কমের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মঈন, এমডি ও সিইও আরিফ মোহাম্মাদ আবদুস শাকুর চৌধুরী, ডিরেক্টর এন্ড সিএসও মো. জাহিদ শাহ, ডিরেক্টর- ওভারসিস বিজনেস ডেভেলপমেন্ট সৈয়দ হাসান মুনির, ডিরেক্টর- এ্যাপারেল সোর্সিং মো. শাহ্ আলম সবুজ,  ফ্যাশনব্রান্ড সেলাই এর সিইও রুবাবা আক্তারসহ বিভিন্ন গুনীজনেরা উপস্থিত ছিলেন।

সদাগর.কমের এই আয়োজনে গানে গানে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন দেশের জনপ্রিয় এই মানুষেরা, কথা বলে তারা বসন্তের শুভেচ্ছাও জানান সবাইকে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

Share this on
Close