Written by 12:52 pm News, PR

মার্সেল এসিতে ২১ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ

image 222908 1613523440 1
Herlan and Banglalink Ads Banner

image 222908 1613523440দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের এয়ার কন্ডিশনার বা এসি কিনলে ২১ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে। এছাড়াও ক্রেতারা বিনামূল্যে এসি ইন্সটলেশনের সুবিধা পাবেন।

দেশব্যাপী আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু করা ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯’ এর আওতায় এ বিশেষ ক্রেতা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্সেল। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মার্সেল করপোরেট অফিসে ‘এসি ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯’ শীর্ষক এক ডিক্লারেশন প্রোগ্রামের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিক্রয়োত্তর সেবা কার্যক্রম সহজ, দ্রুত ও আরও উন্নত করতে অনলাইন অটোমেশনের আওতায় আনতে সারাদেশে পরিচালিত হয়েছে ক্যাম্পেইনের আটটি সিজন। সবগুলো সিজনেই মিলেছে ব্যাপক গ্রাহক সাড়া। যার পরিপ্রেক্ষিতে ক্যাম্পেইনের সিজন ৯ শুরু করছে মার্সেল এসি। ১৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হয়ে এ ক্যাম্পেইন এবং চলবে ৩১ মে পর্যন্ত।

এদিকে ২০২১ সাল ও ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে ক্যাম্পেইনের আওতায় মার্সেল ব্র্যান্ডের ২ টন পর্যন্ত যেকোনো মডেলের এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ক্রেতাদের ২১ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগসহ বিনামূল্যে ইন্সটলেশন সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ূন কবীর, এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, তানভীর রহমান, আরিফুল আম্বিয়া, ড. সাখাওয়াৎ হোসেন, ফিরোজ আলম, মফিজুর রহমান জাকির প্রমুখ।

ইত্তেফাক অনলাইন ডেস্ক০৬:৫৩, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

Share this on
Close