Written by 1:06 pm News

কালুরঘাটে ইউনিলিভারের কারখানা উদ্বোধন

unilever bD 2103091314
Walton and Herlan Ads

unilever bD 2103091314নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত এইচ.ই হ্যারি ভারওয়েজ বন্দরনগরী চট্টগ্রামে অবস্থিত ইউনিলিভারের কালুরঘাট কারখানা উদ্বোধন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের অর্থনীতি ও বাণিজ্য সম্পর্ক বিষয়ক জ্যৈষ্ঠ উপদেষ্টা মন্নুজান খানম উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ মার্চ) এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ডাচ রাষ্ট্রদূত এইচ.ই হ্যারির সঙ্গে আরও ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে, সাপ্লাই চেইন পরিচালক রুহুল কুদ্দুস খান, কারখানা পরিচালক সিদ্ধার্থ নন্দী এবং কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনস প্রধান শামীমা আক্তার।

দেশে পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় পণ্য তৈরির ওপর গুরুত্ব দিয়ে কালুরঘাট ইউনিলিভারের এই ঐতিহাসিক কারখানাটি ১৯৬৪ সালে যাত্রা শুরু করে। ধীরে ধীরে ইউনিলিভারের এই ফ্যাসিলিটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ও আধুনিক কারখানায় পরিণত হয়। পঞ্চাশ বছরের বেশি সময়ে সমৃদ্ধ ঐতিহাসিক এই কারখানা ২৬টি ব্র্যান্ড ও ১১টি ক্যাটাগরির পণ্য উৎপাদনে কাজ করছে।

আধুনিক শিল্পোৎপাদন-খাতে ইটিপি একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি দূষণ থেকে পরিবেশকে মুক্ত রাখে। শিল্পবর্জ্য পুনঃশোধন, নদী ও লেকের পানি নিরাপদ এবং শিল্পখাতে পানিসম্পদের অপচয় কমাতে সাহায্য করে ইটিপি। ইউনিলিভার কালুরঘাট কারখানার উচ্চ-প্রযুক্তির ইটিপি ব্যবস্থা উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি, শ্রম ও নিরাপত্তা শঙ্কা কমিয়েছে। ফ্যাসিলিটির বর্ধিত ইটিপি প্রজেক্ট বর্তমানে ১২ হাজার সিওডি লেভেলে চার শ’ টন তরল বর্জ্য প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা রাখে।

ইটিপির বর্ধিত অংশের উদ্বোধন সম্পর্কে বাংলাদেশে দায়িত্বরত ডাচ রাষ্ট্রদূত এইচ.ই হ্যারি ভারওয়েজ বলেন, কালুরঘাটের ঐতিহাসিক এই কারখানা পরিদর্শনের সুযোগ পেয়ে আমি আনন্দিত। এটি পরিবেশ ও কর্মরত শ্রমিকদের নিরাপত্তার জন্য কীভাবে পদক্ষেপ নিচ্ছে, তা দেখতে পাচ্ছি।

ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে বলেন, পরিবেশের ওপর প্রভাব থেকে প্রবৃদ্ধিকে আলাদা করার পাশাপাশি নিজস্ব কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করা ইউনিলিভার এর অন্যতম প্রধান মূলনীতি। পরিবেশের সুরক্ষায় আমরা কারখানায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এ কারণেই কালুরঘাট কারখানাটি দক্ষিণ এশিয়ায় সেরা মানের একটি ফ্যাক্টরি। রাষ্ট্রদূত এইচ.ই হ্যারি ভারওয়েজ এদেশের অন্যতম প্রধান একটি কারখানায় পরিদর্শনে আসায় আমরা আনন্দিত।

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

Share this on
Close