Written by 6:11 pm News

‘ফেস অব ইভ্যালি’ হলেন তাহসান

evaly tahsan 100321
Herlan and Banglalink Ads Banner

face of evalyপ্রথমবারের মতো ‘ফেস অব ইভ্যালি’ হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

আগামী দুই বছরের জন্য ই-কমার্স মার্কেটপ্লেসটির ‘ফেস’ হয়ে তিনি থাকবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইভ্যালি।

বুধবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক এই ঘোষণা দেয় ইভ্যালি কর্তৃপক্ষ।

তাহসান খানের পাশাপাশি ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নির্বাহী মোহাম্মদ রাসেল সংবাদ সম্মেলনে ছিলেন।

‘ফেস অব ইভ্যালি’ হওয়া প্রসঙ্গে তাহসান বলেন, “ব্যক্তি ব্র্যান্ডের সাথে যখন কোনো প্রোডাক্ট ব্র্যান্ড একত্রিত হয়, তখন সেটি উভয়ের জন্য এক ‘উইন- উইন’ অবস্থা তৈরি করে। আশা করছি, ইভ্যালি এবং আমার এই দুই ব্র্যান্ডের একত্রীকরণ হওয়া উভয় পক্ষের জন্যই ফলপ্রসূ হবে।”

তিনি বলেন, “আমি বিলিভ (বিশ্বাস) রাখি ইভ্যালিতে। আমি বিশ্বাস করি যে, ইভ্যালি একদিন গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হবে।”

’ফেস অব ইভ্যালি’ হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির ’চিফ গুডউইল অফিসার’ হিসেবেও নিয়োগ পাওয়ার কথা সংবাদ সম্মেলনে জানান তাহসান।

ইভ্যালি পরিবারে তাহসানকে স্বাগত জানিয়ে শামীমা নাসরিন বলেন, “আমাদের প্রথম ফেস তথা ব্র্যান্ড আইকন হিসেবে তাহসানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত।

“তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবাই যার সুরে আবিষ্ট, অভিনয়ে মুগ্ধ, তাকে আমাদের সাথে পেয়ে আমরাও অনেক ভাগ্যবান।”

ইভ্যালির প্রধান নির্বাহী রাসেল বলেন, “তাহসানের সাথে যুক্ত হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা আকর্ষণীয় দিক যে তিনি ‘ইভ্যালি’ শব্দটাকে তার নামের সাথে যুক্ত করার সুযোগ দিয়েছেন।”

Share this on
Close