Written by 3:21 pm News

জারে এলো নতুন এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক

182337 bangladesh pratidin SMS Plus
Herlan and Banglalink Ads Banner

boisson electrolytes 0720টেস্টি ও হেলদি’র দারুণ সমন্বয়ে এসএমসি বাজারে নিয়ে এসেছে এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক। এসএমসি প্লাস বাংলাদেশের প্রথম ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক, যা সাইন্টিফিকালি ফর্মুলেটেড এবং একই সাথে দারুণ টেস্টি।

প্রয়োজনীয় ইলেক্ট্রোলাইটে সমৃদ্ধ এসএমসি প্লাস শরীরের পানি শূন্যতা, ক্লান্তি ও নিম্ন রক্তচাপ নিমিষেই দূর করে শরীরকে করে চাঙ্গা ও অ্যাকটিভ। ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে অরেঞ্জ ও লেমন দুটি ভিন্ন ফ্লেভারে বর্তমানে রিটেইল স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে এসএমসি প্লাস, যার মূল্যও বিদেশি ইলেক্ট্রোলাইট ড্রিঙ্কের তুলনায় অনেক কম। প্রতিটি ২৫০এমএল এসএমসি প্লাসের মূল্য মাত্র ২৫ টাকা।

ভোক্তাদের আস্থার প্রতিদান দিয়ে দেশীয় বাজারে এসএমসি ৪৭ বছর যাবৎ ওরস্যালাইনসহ বিভিন্ন কনজ্যুমার পণ্য বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় ভোক্তাদের কাছে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাদ্যদ্রব্য ও পানীয় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এসএমসি নিজেদের পোর্টফোলিওতে সংযোজন করেছে নতুন এই পণ্যটি।

Share this on
Close