Written by 3:29 pm News

সিসকোর সেরা রিসেলার পার্টনার পুরস্কার পেল স্মার্ট

123559 bangladesh pratidin Cisco
Herlan and Banglalink Ads Banner

123559 bangladesh pratidin Ciscoদুই দিনব্যাপী সিসকো ইন্ডিয়া এন্ড সার্ক পার্টনার কনফ্লুয়েন্স গত ১৫-১৬ এপ্রিল অনুষ্ঠিত হয়।

করোনা মহামারির কারণে অনলাইনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল এবং ভূটান এই তিন দেশের সিসকো পার্টনারদের মধ্য থেকে বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড’কে সেরা রিসেলার পার্টনার হিসেবে স্বীকৃতি দেয়া হয় এবং ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স’ প্রদান করা হয়।

বিভিন্ন দেশের সিসকো পার্টনারদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসকো ইন্ডিয়া এন্ড সার্ক এর ম্যানেজিং ডিরেক্টর-পার্টনার অর্গানাইজেশন পঙ্কজ লুল্লা এবং ভাইস প্রেসিডেন্ট সামির গার্দে।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর পক্ষে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর শাহেদ কামাল এবং জেনারেল ম্যানেজার মো: রুহুল আমিন খান। ২০২০ সালে সিসকো পন্যের ব্যবসায়ে সাফল্যের জন্য স্মার্ট টেকনোলজিসকে এই সম্মাননা দেয়া হয়।

Share this on
Close