Written by 1:54 pm News

রুশ টিকা বানাতে চায় ওরিয়ন ফার্মা

IMCPFJIADVJ2RFFLBDL7O6WTFE
Walton_Herlan_Ads_2025-(Update-13)

এজন্য রাশিয়ার সঙ্গে যোগাযোগও শুরু হয়েছে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।

ওরিয়ন ফার্মা বলেছে, তারা রাশিয়ার কোম্পানিগুলোর বিদেশে বিনিয়োগ তদারককারী কর্তৃপক্ষ‘ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড’র সঙ্গে যোগাযোগ করে করোনাভাইরাসের টিকা তৈরির প্রযুক্তি চেয়েছে। যদি রাশিয়া প্রযুক্তি দেয়, তাহলে তারা বাংলাদেশে তাদের নিজেদের কারখানায় টিকা উত্পাদন করবে।

ওরিয়ন ফার্মা আরও জানিয়েছে, তারা গত রোববার বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ করেছে। পরে স্বাস্থ্যমন্ত্রণালয়কেও আগ্রহের কথা জানিয়েছে তারা।

করোনাভাইরাস মহামারীর বছর গড়ানোর পর লড়াইয়ের অস্ত্র হিসেবে এসেছে টিকা। বিভিন্ন দেশে বেশ কয়েকটি টিকা তৈরি হয়েছে। তবে ব্যাপক চাহিদার কারণে টিকা সরবরাহ করতে হিমশিম খাচ্ছে সেই ওষুধ কোম্পানিগুলো।

রাশিয়া তাদের টিকা স্পুৎনিক-ভি বাংলাদেশি কোনো কোম্পানির মাধ্যমে উৎপাদনের প্রস্তাব দেওয়ার পর বাংলাদেশও তাতে রাজি হয়েছে। রাশিয়া বলছে, প্রযুক্তি গোপন রাখার শর্তে এই টিকা তৈরি করতে দেওয়া হবে।

রাশিয়ার স্পুৎনিক-ভি এর পাশাপাশি চীনের সাইনোফার্মের টিকা বাংলাদেশে তৈরির নীতিগত অনুমোদন ইতোমধ্যে দিয়েছে বাংলাদেশ সরকার।

তবে কোন কোন কোম্পানিকে এই টিকা তৈরির দায়িত্ব দেওয়া হবে, তা এখনও চূড়ন্ত হয়নি।

বাংলাদেশের আরও ওষুধ কোম্পানিও রাশিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারে। তবে কারা টিকা তৈরি করবে, তা নির্ভর করছে বাংলাদেশ এবং রাশিয়ার উপর।

Share this on
Close