Written by 4:13 pm News

সফটওয়্যার নিতে জেনেক্স ইনফোসিসের সঙ্গে আইসিডিডিআরবির চুক্তি

download
Walton and Herlan Ads

genexপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিসের সঙ্গে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী জেনেক্স ইনফোসিস আইসিডিডিআরবিকে সফটওয়্যার সরবরাহ করবে।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আইসিডিডিআরবির চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য জেনেক্স ইনফোসিস বিশ্বমানের মাইক্রোসফট ডায়নামিকস ৩৬৫ ইআরপি সফটওয়্যার সরবরাহ করবে। এ ছাড়া আগামী তিন বছর এই সফটওয়্যার পরিচালনায় সার্ভিস দেবে।

এ চুক্তির ফলে জেনেক্স ইনফোসিসের আগামী ৩ বছরে ২২ কোটি টাকা আয় বাড়বে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ গড়ে প্রতিবছর আইসিডিডিআরবি থেকে জেনেক্স ইনফোসিসের আয় হবে ৭ দশমিক ৩৩ কোটি টাকা।

২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় জেনেক্স ইনফোসিস। ওই বছরই শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানিটি। পরের বছরও একই পরিমাণ লভ্যাংশ দেয়।

Share this on
Close