Written by 4:40 pm News

এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল

135818 bangladesh pratidin 123
Walton and Herlan Ads

এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অনুভূতি জানিয়ে তামিম ইকবাল বলেন, ‘এসএমসি প্লাস বাংলাদেশের প্রথম ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক। আমি নিজে যেহেতু একজন স্পোর্টসম্যান এবং শরীরকে সব সময় রিহাইড্রেটেড রাখতে সচেষ্ট থাকি, তাই এমন একটা পণ্যের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগছে যা প্রয়োজনীয় ইলেক্ট্রোলাইটসে সমৃদ্ধ এবং শরীরের পানিশুন্যতা, ক্লান্তি দূর করতে কাজ করে।’

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের মার্কেটিং ডিভিশনের জেনারেল ম্যানেজার খন্দকার শামীম রহমান জানান, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালকে বাংলাদেশের প্রথম এবং একমাত্র ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে পেয়ে আমরা গর্বিত।’

তিনিও আরও বলেন, ‘তামিম ইকবালকে সাথে নিয়ে আমাদের সামনের কার্যক্রমগুলো আবর্তিত হবে বাংলাদেশের অদম্য চেতনা, আশাবাদ এবং তারুণ্যের জয়গানকে কেন্দ্র করে যা এসএমসি প্লাস ব্র্যান্ডেরও মূলমন্ত্র।’

এসএমসি গত ৪৬ বছর ধরে বাংলাদেশের একটি আইকনিক ব্র্যান্ড যা ‘ওরসালাইন-এন’র মাধ্যমে লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে। ব্র্যান্ডটি এবার আরও একটি যুগান্তকারী পণ্য বাজারে নিয়ে এসেছে। অরেঞ্জ এবং লেমন ফ্লেভারের এসএমসি প্লাস সাইন্টিফিকালি ফর্মুলেটেড, এতে রয়েছে প্রয়োজনীয় ইলেক্ট্রোলাইটস যা বিভিন্ন শারীরীক কার্যকর্মের কারণে তৈরি হওয়া পানিশূন্যতা, ক্লান্তি ও দূর্বলতা নিমিষেই দূর করে।

Share this on
Close