দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু। এই সেতুর দুই পারের সংযোগের দিনটি ঘিরে গত ডিসেম্বরে প্রথম আলো পত্রিকা ও অনলাইনের বিশেষ আয়োজন ছিল ‘প্রত্যাশার ৬.১৫ কিলোমিটার’। এই আয়োজনের আন্তর্জাতিক স্বীকৃতি পেল প্রথম আলো।
সংবাদমাধ্যমের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২১’-এ একটি বিভাগে সম্মানজনক স্বীকৃতি (অনারেবল মেনশন) পেয়েছে প্রথম আলো। বিশ্বের পত্রিকা, টেলিভিশন, রেডিওসহ সংবাদমাধ্যমের জন্য সম্মানজনক এই পুরস্কারের আসরে প্রথমবারের মতো স্বীকৃতি পেল বাংলাদেশি কোনো সংবাদমাধ্যম। গত ৩ জুন ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
এই গৌরবময় অর্জনে প্রথম আলো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এই আয়োজনের পৃষ্ঠপোষকদের, যাদের বিজ্ঞাপনে সৃজনশীল উপস্থিতি আর অংশীদারিত্বেই এসেছে এই স্বীকৃতি। পাশাপাশি প্রথম আলো অভিনন্দন ও কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ সরকারকে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টা, দৃঢ় মনোবল ও যোগ্য নেতৃত্বেই দেশের সবচেয়ে বড় অবকাঠামোগত চ্যালেঞ্জিং প্রকল্প পদ্মা সেতু আজ বাস্তব।