Written by 12:19 pm News

বাংলাদেশি উদ্যোক্তাদের ডিজিটাল বিপণনের অটোপাইলট

Digital Ad promotion platform
Walton and Herlan Ads

এরপর আমরা প্রতিদিন বনানীর একটি কফি হাউসে সারা দিন আড্ডা দিতাম। দুজন দুইটা ল্যাপটপ নিয়ে নানান পরিকল্পনার কথা বলি, অনেক হিসাব-নিকাশ করি। দুজনই ভেবেছি কীভাবে ক্ষুদ্র উদ্যোক্তাদের বিপণনের কাজে সাহায্য করা যায়।’ তবে সেটি প্রচলিত ‘এজেন্সির মতো করে নয়।’ ‘আমরা বিপণনের কাজটা অটোমেটিক করতে চেয়েছি।’ আর এভাবে জন্ম হয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল বিপণন প্রতিষ্ঠান মার্কোপোলো এআই (https://www.markopolo.ai/)-এর।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিপ লার্নিং প্রযুক্তিভিত্তিক উদ্যোগের কথা মনে হলে প্রযুক্তির অন্যতম প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালির কথাই আমাদের মনে হয়। নিদেনপক্ষে ভারতের বেঙ্গালুরু বা ইউরোপের কোনো দেশ। কিন্তু বেশ কিছুদিন ধরে এ দেশের তরুণ-যুবারাও সদর্পে এই পথে হাঁটতে শুরু করেছেন। বৈশ্বিক পণ্য লঞ্চিংয়ের প্ল্যাটফর্মে (Product Hunt) মার্কোপোলোর প্রোডাক্ট লঞ্চিংয়ের খবরটি আমাকে দিয়েছে আমার বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে, কয়েক মাস আগে। বুঝেছি, আমরা খবর না রাখলেও তরুণদের নজর এসব দিকেই। তার পর থেকে আমি মার্কোপোলোর খোঁজ রেখেছি। এর মধ্যে আগস্টে তাদের বাড়িতে গমন আমার।

News

সিএনএন বিশ্বব্যাপী ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিং প্রদর্শন করবে

গুলশান অ্যাভিনিউর বহুতল কাচ গুদামগুলোর মাঝখানে দোতলা বাড়িতে ঢুকেই চমকে গেলাম। কারণ, বাড়ির লন তো নয়, যেন এক বোটানিক্যাল গার্ডেন। নানা ধরনের অর্কিড, বনসাই ও লতাগুল্মের সমাহার। ভিন্ন এক পরিবেশে পরিপাটি একটি অফিস। কথা বলে জানলাম, প্রচণ্ড কাজের চাপে ফ্লোরে ঘুমাতেও কারও দ্বিধা নেই। কারণ, তাঁদের কাছে মার্কোপোলো কাজ নয়, স্বপ্ন। তাঁদের অফিসে কোনো স্যার/ম্যাডাম নেই। সবাই সমান। সেই মার্কোপোলোর অফিসে দুই সহ-প্রতিষ্ঠাতা তাসফিয়া ও রুবাইয়াতের সঙ্গে আমার আলাপচারিতা।

Share this on
Close