Written by 12:14 pm News, PR

মেঘনা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিক আনোয়ার

Avik Anwar 1
Walton and Herlan Ads_2025

Avik Anwar

অভিক আনোয়ারের প্রধান স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এম জি আই)। অভিক আনোয়ার বাংলাদেশের মোটরস্পোর্টস জগতের অন্যতম উদীয়মান তারকা যিনি বিদেশের মাটিতে তার অদম্য গতি ও দৃঢ়তার সাথে বাংলাদেশকে উপস্থাপন করেছেন।

ইতোমধ্যে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ইউএই প্রো-চ্যাম্পিয়ন্স GT 86 ক্যাটাগরির P-1 কোয়ালিফাই ও জয়লাভ করেন এবং এম জি আই তার এই দুর্দান্ত জয়ে সহযোগী হিসাবে পাশে ছিল। সম্প্ৰতি এই রেসটি অনুষ্ঠিত হয় দুবাইয়ের ঐতিহাসিক অটোড্রোম রেস ট্র্যাকে যা সুপরিচিত তার উচ্চগতির ও অত্যাধুনিক ট্র্যাকের কারনে।

অভিক আনোয়ার বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মোটরস্পোর্টস বিজয়ী এবং বাংলাদেশ র‌্যালিক্রস ২০১৪, ২০১৫, ২০১৬ এর বিজয়ী এবং তার পাশাপাশি তিনি প্রথম বাংলাদেশি হিসেবে মালয়েশিয়া F-1 ট্র্যাকে তৃতীয় স্থান লাভ করেন।

এম জি আই এর পক্ষ থেকে গ্রুপ ডিরেক্টর তানভীর মোস্তফা এই চুক্তি স্বাক্ষর করেন।

Share this on
Close