ব্রান্ডটক ৪.০
ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ-এর উদ্যোগে গত ১৭মার্চ আয়োজিত হয়েছে ডানো ব্র্যান্ডটক ৪.০। ‘স্টোরিজ অব পারমুটেশন এন্ড কম্বিনেশন’ থিম নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কর্পোরেট জগতের ১৫ জন দক্ষ মার্কেটিং পেশাজীবী এবং উদ্যোক্তা তাদের অভিজ্ঞতার আলোকে এই বৈশ্বিক প্রতিকূলতার মাঝেও কিভাবে ব্যবসায়িক সাফল্য ও তার ধারাবাহিকতা বজায় রাখা যায়, বর্তমান ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিচালনা এবং মার্কেটিং স্ট্র্যাটেজি, কিভাবে কর্পোরেট স্ট্র্যাটেজিকে ড্রাইভ করতে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
রাজধানীর হোটেল রেনেসাঁ ঢাকার গ্র্যান্ড বলরুমে আয়োজিত হয় এবারের ডানো ব্র্যান্ডটক ৪.০ পাওয়ার্ড বাই স্বপ্ন এন্ড দারাজ। বিকেল ৩টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হয়। ইনসাইটফুল ১৫টি টক শুনতে এই ব্র্যান্ডটকে সারা বাংলাদেশ থেকে প্রায় ২৫০ জন মার্কেটিং, বিজ্ঞাপন, মিডিয়া, বাজার গবেষণা পেশাজীবী এবং মার্কেটিং এর শিক্ষক-ছাত্রছাত্রী যোগ দেন এই ব্র্যান্ডটকে।
“যুদ্ধ এবং তার প্রেক্ষিতে মূল্য বৃদ্ধির সংকটকালীন এই সময়ে ব্র্যান্ডগুলো অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবসায়ের এক্সিস্টিং রিসোর্স ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ সুবিধা পেতে পারে তার বিস্তারিতই সেশন উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মির্জা মুহাম্মদ ইলিয়াস।
এই অনুষ্ঠানে মার্কেটিং মায়েস্ত্রো প্রফেসর ডঃ মিজানুর রহমান, রবির প্রাক্তণ সিইও মাহতাব উদ্দিন আহমেদ, এসবিকে টেক ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির, বিজ্ঞাপন নির্মাতা গাউসুল আজম শাওন, এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আশরাফ বিন তাজ, স্বপ্ন সুপার শপের এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির নাসির, বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধূরীসহ ১৫ জন ব্র্যান্ড-মার্কেটিং পেশাজীবী তাদের মতামত উপস্থাপন এবং অভিজ্ঞতা শেয়ার করেছেন এই ব্রান্ডটকে।
মার্কেটিং হতে পারে বর্তমান কর্পোরেট কৌশলের এক নতুন দিগন্ত! কিন্তু মার্কেটিং ৪.০ কিভাবে কর্পোরেট স্ট্র্যাটেজিকে ড্রাইভ করবে? কম্যুনিকেসান ফোকাসড ট্রাডিশনাল মার্কেটিং এক্টিভিটিজ আর কতদিন চলবে? অংশগ্রহনকারীদের সাথে আড্ডা আর প্রশ্ন-উত্তরে এই বিষয়ের সমাধান দিয়ে থাকেন দেশের মার্কেটিং কম্যুনিটির আপনজন, আইডিসি’র নির্বাহী পরিচালক ও এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি জনাব আশরাফ বিন তাজ। সাথে মডারেটর হিসাবে ছিলেন সুরাইয়া সিদ্দীকা, ডিরেক্টর, মার্কেটিং এন্ড সেলস, গ্রামীণ ডানোন।
দেশের দ্বিতীয় শীর্ষ মোবাইল ফোন অপারেটর, রবি আজিয়াটা লিমিটেড-এর, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ।
কর্পোরেট জগতে তার অভিজ্ঞতার ভাণ্ডার সত্যিই ঈর্ষনীয়। বর্তমান সময়ের অর্থনৈতিক সংকটে কোন ব্র্যান্ডের কতটা খরচ করা বাঞ্ছনীয়, সেই খরচের লাগামটা কতটুকু নিয়ন্ত্রণ করা উচিত, এসময়ে ব্রান্ডে আরও বেশি খরচ করা উচিত নাকি কম, খরচ করলে কতটা লাভ ফিরে আসবে কিংবা আসবে না, খরচ ছাড়াও কি আর অন্য কোন কৌশল/পদ্ধতি আছে যেখানে ব্র্যান্ড তার স্থান সমুন্নত রেখে এগিয়ে যেতে পারে- কর্পোরেট জগতের এই সকল প্রশ্নের সমাধান দিয়ে থাকেন মাহতাব উদ্দিন আহমেদ।
ডানো ব্রান্ডটক ৪.০ পাওয়ার্ড বাই স্বপ্ন এবং দারাজ। প্লাটিনিয়াম পার্টনারস – নগদ, ইস্পাহানি, গুড লাক এবং ফগ। ফ্যাশন পার্টনার – ইয়েলো, হেলথ কেয়ার পার্টনার – প্রভা হেলথ, গ্রোসারি পার্টনার – এসিআই পিওর, বিস্কুট পার্টনার – বেকম্যান’স, ইলেক্ট্রোনিক্স পার্টনার – ওয়ালটন, ড্রিংক্স পার্টনার – এসএমসি প্লাস, টিস্যু পার্টনার – পারটেক্স ক্লিন টিস্যু, স্ন্যাক্স পার্টনার – ডেন কেক, পেমেন্ট পার্টনারস – আমার পে, ইন্স্যুরেন্স পার্টনার – গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, আইসক্রিম পার্টনার -ইগলু, অর্গানিক পার্টনার – অর্গানিক কেয়ার, ক্যারিয়ার পার্টনার – ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ, বেভারেজ পার্টনার পেপসি এবং নলেজ পার্টনার – রকমারি।
We are the brand practitioners of Bangladesh. This is a focused group for discussing on brand related topics, issues, theories, promotions, media, research, digital, jobs and many more hot topics all together. Our Vision & Mission is to Increase inter-relationship among brand practitioners for the better branding in Bangladesh.
Useful Links
Events
- Brand Talk 3.0
- Food & Beverage Marketing Fest 2.0
- Inter-University Marketing Debate Fest 2.0
- Building Materials Marking Fest
- Branding Business
- Upcoming Events