Written by 4:20 pm Article, Resources

কেনো চ্যাটজিপিটি কোর্সে ভর্তি হবেন

কেনো চ্যাটজিপিটি কোর্সে ভর্তি হভে
Walton and Herlan Ads
  • মাত্র ০৫ সেকেন্ডে গুগলের মত যে কোন তথ্য ঠিক ঠিক খুঁজে দিতে পারে!
  • ১০ সেকেন্ডে একটা প্রোপোজাল লিখতে পারে
  • ১৫ সেকেন্ডে একটি ওয়েব পেজ কোড করে দিতে পারে!
  • ২০ সেকেন্ডে একটা ইমেল লিখে দিতে পারে!
  • ২৫ সেকেন্ডে একটি আইডিয়ার ডিটেইলস নিভূলভাবে লিখে দেয়!
  • ৩০ সেকেন্ডে একটি ৫০০ শব্দের কন্টেন্ট লিখে দিতে পারে যার ৯৬% কন্টেন্ট অর্গানিক বা কপি করা না!
  • ৩০ সেকেন্ডে একটি ডাটাকে এক্সেলে কনভার্ট করে দিতে পারে!
  • ৪০ সেকেন্ডে এপের আউডপুট জেনারেট করতে পারবেন!
  • এই রকম আরও হাজারটা কাজ মোবাইলে বা কম্পিউটরে বসে করতে পারবেন আপনি।

ভেবে অবাক হচ্ছেন? হবারই কথা। আজই চ্যাটজিপিটিতে লগইন করে দেখু। ম্যাজিকের মত কাজ করে চ্যাটজিপিটি। এটি হল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো রোবট, যার সাথে চ্যাট করে সহজেই উপরের তথ্যসহ হাজার হাজার কাজ করতে পারবেন আপনি। চ্যাটজিপিটি (জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার) হলো একটি চ্যাটবট। প্রোগ্রামটি ওপেনএআই – এর  জিপিটি ৩.৫ দ্বারা ২০২২ সালের ৩০ নভেম্বরে প্রোটোটাইপ হিসেবে এটি চালু করা হয়।

তবে হ্যাঁ, ভাসা ভাসা জ্ঞান দিয়ে আর আপনি বেশীদূরে যেতে নাও পারেন।

আপনি যতদিনে ঠেকে ঠেকে ChatGPT নিয়ে এগিয়ে যাবেন তখন অনেক প্রো লেভের মানুষ অনেকদূর এগিয়ে যাবে। ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স আর প্র্যাক্টিশনার্স একাডেমি নিয়ে এসেছে ৩ ঘন্টার পেইড কোর্স। যারা চ্যাটজিপিটি বা এই ধরণের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টুলস নিয়ে অনেকদূর যেতে চায়, এই কোর্স তাদের জন্যে।

একটা ভয়ের কথা হলো, চ্যাটজিপিটিকে কাজে না লাগাতে পারলে আপনার ক্যারিয়ার টাইপ রাইটার জানা লোকের মতই অবসোলেট হয়ে যেতে পারে। সুবিধার কথ হলো, চ্যাটজিপিটির মত টুলস পুর্ণাঙ্গ ফিনিসড কাজ দিতে পারে না, বা তার কাছে প্রসেস অনুযায়ী অর্ডার করতে হয়। প্রো লেভেলের পেশাজীবীদের এটাই টিকে থাকার এবং প্রোডাক্টিভিটি বাড়ানোর অনেক বড় সুযোগ।

এখন চ্যাটজিপিটি দিয়ে কন্টেন্ট লেখা, প্রোপোজাল লেখা, কাস্টোমার কেয়ার করা, কোড প্রোগ্রাম করাসহ নানান কাজ করা যাবে মূহুর্তেই। আপনাকে শুধু পদ্ধতিটা জানতে হবে।
এই কোর্স পরিচালনা করবেন, ফেসবুকের বাংলাদেশের পার্টনার HTTPOOL এর পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধূরী। মুনাফ একজন খ্যাতনামা মার্কেটিয়ার এবং ডাটা ড্রিভেন পেশাজীবী।মুনাফ মজিব চৌধূরী ভাই এই সেসানে হাতে-কলমে দেখাবেন কিভাবে চ্যাটজিপিটি দিয়ে আপনার প্রোডাক্টিভিটি বাড়ানো যায়। তাই, চ্যাটজিপিটি নিয়ে কোর্সে যোগ দিন। শুরুতেই এগিয়ে থাকুন।

ভর্তি লিংক: https://t.ly/ahLa
কোর্স ফি: ১,১০০ টাকা মাত্র
সিট: সীমিত (২৬ টি টিকেট সোল্ড আউট)
কোর্সের তারিখ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩
সময়: রাত ০৮টা- রাত ১১টা
মাধ্যম: ZOOM (Online Class)
হটলাইন: 01511 111001

Focused Seminar on ChatGPT Webinar with Munaf Mujib Chowdhury

Focused Seminar on ChatGPT Webinar with Munaf Mojib Chowdhury

চ্যাটজিপিটি যেভাবে আপনার কাজে সাহায্য করতে পারে-

১। এর মাধ্যমে আপনি প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন।

২। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে অনেকাংশে এই চ্যাটবট সাহায্য করতে সক্ষম।

৩। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনি চ্যটজিপিটির মাধ্যমে কনটেন্ট জেনারেটিং এর জন্য ভালো ধারনা বা আইডিয়া নিতে পারেন

৪। যদি আপনি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে যখন আপনার ক্লায়েন্ট আপনাকে কিছু ডাটা বা ইনফরমেশন দিয়ে বললো ডাটাগুলো এক্সেল করে তাকে দেয়ার জন্য – সেক্ষেত্রে আপনি আপনার বা আমাদের সকলের চেনা পরিচিত মুখ চ্যাটজিপিটিকে অর্ডার করে কয়েক মিনিটের ব্যবধানে ঘন্টার পর ঘন্টার কাজকে সহজেই করে ফেলতে পারেন।

৫। আর একটু ডিপ্লি যদি বলি আপনি যদি একজন ওয়েব ডেভলোপার হন তাহলে আপনি চ্যাটজিপিটি ব্যবহার করে এখান থেকে কোড জেনারেট করে নিতে পারবেন, বা জটিল কোডিং এর সহজ সমাধানের মাধ্যম হতে পারে এই চ্যাটবট।

৬। তাছাড়া আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইন্সটাগ্রামসহ ইত্যাদি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে এঙ্গেজিং কন্টেন্ট আইডিয়া দিয়ে সাহায্য করবে আপনাকে এই চ্যাটবট।

৭। তাছাড়া মজার বিষয় হচ্ছে এই চ্যাটবট ব্যাবহার করে আপনি সুন্দর সুন্দর ইউনিক কবিতা লিখার আইডিয়া পাবেন।

উল্লেখিত এই বিষয়গুলো ব্যাতিত চ্যাটজিপিটি নামক এই চ্যাটবট আপনার প্রতিদিনের কাজকে সহজ করে তুলতে বিশেষ ভূমিকা পালন করে।
এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এই চ্যাটবট ব্যাবহারের ফলে মানুষের সৃজনশীল বিকাশ ব্যাহত হতে পারে, আমি বলবো দেখুন প্রতিটি জিনিসেরই ভালো এবং খারাপ দিক দুটোই থাকে, এবং এই পুরো বিষয়টা আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে এই বটকে সৎ কাজে ব্যবহার করতে পারেন আবার চাইলে অসৎ উপায়ে ব্যাবহার করতে পারেন।

উদাহরনস্বরুপঃ মনে করুন, আপনার একটি ওয়েবসাইট আছে, সেখানে আপনি চ্যাটবট বা Ai ব্যবহার করে আপনি ইউনিক কন্টেন্ট পাচ্ছেন এবং আপলোড করলেন, এইভাবে আপনার বেশ ভালো চলছে   একটি সময়ের পর আপনার ওয়েবসাইটের গ্রোথও খুব ভালো হলো হটাৎ আপনি একদিন দেখলেন গুগোল আপনার ওয়েবসাইটকে প্যানাল্টি দিয়ে দিলো, আপনার সব শেষ সবমিলিয়ে আপনার সেই শূন্যে বসে রইলেন

দেখুন, এই ধরনের চ্যাটবট এই জন্য তৈরি করা হয়নি যে আপনি এইখানে থেকে কন্টেন্ট লিখিয়ে ওয়েবসাইটে পাবলিশ করবেন, এই ধরনের চ্যাটবট এই জন্য তৈরি করা হয়েছে আপনি যেনো ১০-১৫ ওয়েবসাইট ঘুরে যে সময়টুকু ব্যয় করে এইখান থেকে কন্টেন্ট লিখার ধারনা নিয়ে থাকেন এইধরনের বট ব্যবহার করে আপনি খুব কম সময়ে এইখান থেকে ধারনা নিয়ে কন্টেন্ট লিখতে পারবেন। 

চ্যাটজিপিটে লগইন করার লিংক – https://chat.openai.com/chat

আবারও বলছি, কেনো আমাদের চ্যাটজিপিটি কোর্সে ভর্তি হবেন-

১। Ai এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে জিপিটি প্রযুক্তি এবং এর সম্ভাব্য অ্যাপ্লিকেশনগুলির গভীরভাবে বোঝার জন্য।

২। বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে, যেমন কন্টেন্ট লেখা, প্রোপোজাল লেখা, কাস্টোমার কেয়ার করা, প্রশ্ন-উত্তর ব্যবস্থা এবং পাঠ্য তৈরির জন্য কীভাবে GPT মডেলগুলি বাস্তবায়ন এবং সূক্ষ্ম-টিউন করা যায় তা শিখতে।

৩। কোডিং, ব্যবহারিক প্রকল্প এবং বাস্তব-বিশ্বের কেস স্টাডি সহ চ্যাটজিপিটি মডেল তৈরি এবং স্থাপনে হ্যান্ডস-অন অভিজ্ঞতা পেতে।

৪। কাস্টম ডেটাসেটে চ্যাটজিপিটি মডেলগুলিকে কীভাবে প্রশিক্ষণ দেওয়া যায় তা শিখতে, নির্দিষ্ট ডোমেন এবং ব্যবহারের ক্ষেত্রে সেগুলিকে সূক্ষ্ম-টিউন করা

৫। অন্যান্য AI উৎসাহী এবং বিশেষজ্ঞদের সাথে নেটওয়ার্ক করতে, আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান ভাগাভাগী করতে এবং চ্যাটজিপিটি প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আপডেট জানতে।

৬। অভিজ্ঞ প্রশিক্ষক এবং পরামর্শদাতাদের কাছ থেকে দিকনির্দেশনা এবং সমর্থন পেতে, যারা আপনাকে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে, আপনার প্রশ্নের উত্তর দিতে এবং আপনার প্রকল্পগুলিতে প্রতিক্রিয়া প্রদান করতে সহায়তা করতে পারে।

৭। চ্যাটজিপিটি প্রযুক্তিতে আপনার দক্ষতা, আপনার চাকরি পাওয়ার বা আপনার ক্যারিয়ারে এগিয়ে যাবার সম্ভাবনাকে বাড়ানোর জন্য।

মাত্র ১,১০০ টাকায় ভর্তি লিংক: https://t.ly/ahLa

যারা প্রযুক্তি জেনে এগিয়ে যাবে, তাদের জন্যে চ্যাটজিপিটি সুবিধা নিয়ে এসেছে। আর যারা নিজেরা নিজেদের সীমিত জ্ঞান বন্দি করে প্রযুক্তিকে পাশ কাটাবে তাদের জন্যে

চ্যাটজিপিটি হতে পারে থ্রেট। ধন্যবাদ!
Share this on
Close