দেশের ব্র্যান্ড-মার্কেটিং পেশাজীবীদের কম্যুনিটি ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ৭ দিনব্যাপী Microsoft Excel for Marketing & Sales Analytics। ক্লাস পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ডঃ সুবর্ণ আদিত্য, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ।
আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্যে করা সফটওয়ারগুলোর মাঝে মাইক্রোসফট এক্সেল সবচেয়ে এফেক্টিভ এনালাইটিক্যাল সফটওয়্যার। অফিসার থেকে মিড ম্যানেজমেন্টে কাজ করার সবার জন্যে এনালাইটিক্যাল স্কিল শেখা এবং ব্যবহার জরুরী।
উদ্যোক্তাদের পক্ষ থেকে এই ট্রেইনিং আয়োজন নিয়ে জানান হয়েছে যে, মার্কেটিং, সেলস পেশাজীবী এবং উদ্যোক্তাদের জন্যে মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে এডভান্সড লেভেলের দরকারী ফাংসান মাথায় রেখেই এই কোর্স সাজান হয়েছে। যেমন টাস্ক লিস্ট, ক্যালেন্ডার ও সিডিউল, গোল প্লানিং ওয়ার্কশিট, চার্টিং, টিম প্লানিং, ড্যাশবোর্ড, মার্কেট ডাটা, প্রোডাক্ট প্রাইসিং, মার্কেট সেলস, ইনভেন্টরি প্লানিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, টাইম লগ, একাউন্টিং, হিউম্যান রিসোর্স প্লানিং, স্যালারি, বাজেট ইত্যাদি শেখান হবে এই কোর্সে। হাতে কলমে দেখান হবে, মার্কেট এর ডাটা-প্রোডাক্ট, SKU, প্রাইস, অফার, সেলস অফার, প্রোমোসান, প্রাইমারি সেলস, সেকেন্ডারি সেলস, টিম ওয়ার্ক, ডিলার, ডিস্ট্রিবিউসান ইত্যাদি এক্সেলের মাধ্যমে কিভাবে সহজেই Presentation করা সম্ভব। আরও দেখান হবে, এক্সেল এর বিভিন্ন Function দিয়ে দারুণ দারুণ ডিসিসানে আসা যায়। মাইক্রোসফট এক্সেল এর অন্যতম গুরুত্বপূর্ণ টুল Pivot Tables দিয়ে কিভাবে বিশাল ডাটাকে আলাদা আলাদা করা, গ্রুপ করা এবং প্রয়োজন অনুসারে রিঅর্গানাইজ করা যায় সেটাও এই কোর্সের মাধ্যমে শেখান হবে। প্রশিক্ষণার্থীরা নিজেরাই Dashboard এর মাধ্যমে সহজেই মার্কেট ডাটার সংক্ষিপ্ত উপস্থাপন, KPI, নিজেরদের অবস্থান, প্রতিদ্বন্দ্বীদের অবস্থান ইত্যাদি হাতে কলমে শেখান হবে। এই সাতটি ক্লাসে রিয়েল কেস এবং তথ্যের আলোকে কিভাবে এক্সেল দিয়ে সহজে রিপোর্ট করা যায় এবং কিভাবে ডিসিসান নেওয়া যায় তার বিস্তারিত কাভার করা হবে। উল্লেখ্য, কোর্স শেষে প্রশিক্ষনার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে।
কোর্সের বিস্তারিতঃ
ক্লাস এবং ব্যাপ্তী: ৭ দিন ৭টি ক্লাস, প্রতি ক্লাস ২ ঘন্টা
ক্লাস শুরু: ২৭ অক্টোবর ২০২০
ক্লাসের সময়: রাত ৯টা থেকে রাত ১১টা
সপ্তাহে ক্লাস: দুই/তিনটি
সার্টিফিকেট: কোর্স শেষে সবাইকে সার্টিফিকেট প্রদান করা হবে।
কোর্সের মূল্য: মাত্র ২,১০০ টাকা মাত্র।
কোর্সে যা যা শেখান হবেঃ
এই কোর্সের ট্রেইনার ডঃ সুবর্ণ আদিত্য সম্প্রতি তিনি ফেডারেসান ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। গত ১৪ বছর তিনি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াতে শিক্ষকতা করছেন এবং দেশী, বিদেশী এবং বহুজাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসাবে কাজ করেছেন। পাশাপাশি তিনি মাইক্রোসফট এক্সেল এর বহুমুখী এবং উচ্চতর ব্যবহার নিয়ে কাজ করে চলছেন। মাইক্রোসফট এক্সেল এর কার্যকারিতা বাস্তব জীবনে প্রয়োগ করে অসাধারণ সাফল্য পাওয়া সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। সেই লক্ষ্যেই তিনি মাইক্রোসফট এক্সেল এর প্রশিক্ষণ প্রদান করে থাকেন।
ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ এর সাথে তিনি মার্কেটিং এবং সেলস পেশাজীবীদের জন্যে একটি মাইক্রোসফট এক্সেল এর কোর্স সাজিয়েছেন। মার্কেট ডাটা নিয়ে বিভিন্ন কেস নিয়ে অনলাইন প্লাটফর্ম জুম এর মাধ্যমে পরিচালিত হবে এই কোর্সটি।