Written by 3:55 pm Practitioners Academy - Training and Courses

Facebook Marketing Crash Course by Mahfuz-Ul-Islam

Facebook Marketing Crash Course by Mahfuz-Ul-Islam
Walton and Herlan Ads

Facebook Marketing Crash Course by Mahfuz-Ul-Islam

রিচ নাই, এঙ্গেজমেন্ট কম, সেলস নাই এটা কমন একটি অভিযোগ উদ্যোক্তাদের।

ফেসবুক মার্কেটিং প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতেও কিভাবে ফেসবুক থেকে দুর্দান্ত রেজাল্ট আনবেন সেই বিষয় নিয়েই প্র্যাক্টিশনার্স একাডেমি থেকে নিয়ে এসেছে ফেসবুক মার্কেটিং ক্র্যাশকোর্স

FaceBook Marketing Course by Mahfuzul Islam

 

এই ফেসবুক ক্র্যাশ কোর্স ZOOM এর মাধ্যমে ১০ টি ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি শেখাবেন মো: মাহফুজ উল ইসলাম। 

  • ফেসবুক মার্কেটিং এর হাতেখড়ি
  • ফেসবুক Creator studio
  • মোবাইল দিয়ে কন্টেন্ট তৈরি
  • ফেসবুক মার্কেটিং এবং এনগেজমেন্ট
  • ফেসবুক এড এলগোরিদম
  • ফেসবুক এড এর খরচ
  • ফেসবুক এড এর কার্যপ্রনালী
  • মেসেঞ্জার এর টুলস
  • পেজ ম্যানেজার ও বিজনেজ ম্যানেজার
  • বিভিন্ন ধরনের ফেসবুক এড
  • ফেসবুক এড রেসিপি
  • এড সেট আপ এবং অডিয়েন্স টার্গেটিং
  • পিক্সেল ও রিমার্কেটিং
  • কাস্টম অডিয়েন্স ও লুক এলাইক অডিয়েন্স
  • ফেসবুক এড এনালাইটিক্স
  • ফেসবুক থেকে বিক্রি

এই কোর্সের ফি ৫,০০০ টাকা। ৫১ তম বিজয় দিবস উপলক্ষ্যে ৫১% ডিসকাউন্টে এই কোর্সের ভর্তি ফি মাত্র ২,৪৫০ টাকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাই পণ্যের ডিজিটাল প্রচারণা জোরদার করার জন্য ফেসবুকে যে মার্কেটিং করে আমাদের উদ্যোক্তারা এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। ফেসবুক থেকে সর্বোচ্চ রেজাল্ট পাবার জন্যেই এই কোর্স সাজান হয়েছে।

মোঃ মাহফুজ উল ইসলাম, সিনিয়র মিডিয়া ম্যানেজার, ডিজিটাল, গ্রুপএম বাংলাদেশ) এর কাছ থেকে ক্র্যাশ কোর্সের মাধ্যমে ফেসবুক মার্কেটিং শিখুন। তিনি GroupM বাংলাদেশ থেকে বর্তমানে কিছু গ্লোবাল এবং লোকাল কনগ্লোমারেটের জন্য ডিজিটাল স্ট্র্যাটেজি এবং মিডিয়া প্লানিং এর নেতৃত্ব দিচ্ছেন।

তিনি কোকা-কোলা, এসিআই লিমিটেড, আকিজ বিল্ডিং ম্যাটেরিয়ালস, নিউজিল্যান্ড ডেইরি, শাওমি, ডমিনো’স পিজা, ডাবর, আইডিএলসি ফাইন্যান্স, ট্যাং, মবিল, এসিআই, বিএসআরএম এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের ডিজিটাল মিডিয়ার জন্যে কাজ করে যাচ্ছেন। এরপূর্বে তিনি স্কয়ার গ্রুপের মিডিয়াকম লিমিটেডে কাজ করেছেন। যেখানে তিনি ডিজিটাল মিডিয়া টিমের টোটাল ডেভেলপমেন্টে অবদান রেখেছেন।

সোস্যাল মিডিয়ায় বিনিয়োগ থেকে রেজাল্ট আনার জন্যে মাহফুজ সর্বদা ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমে নতুন ইনোভেসান এবং এক্সিকিউসান শেখার জন্যে সর্বদা কাজ করে যাচ্ছেন।

ভর্তি লিঙ্ক: https://t.ly/EUaQ

হটলাইন: 01511111001

সীট সীমিত

Share this on
Close