Written by 11:11 am Events, News, PR

ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশের ফুড এন্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট আয়োজিত

Page Cover
Walton and Herlan Ads

শেষ হল দেশে প্রথমবারের মত আয়োজিত Nestlé Food & Beverage Marketing Fest powered by Naga Mojo in association with HungryNaki। ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ এর আয়োজনে এই ফেস্টটি ‘Refreshing & Nourishing Possibilities’ থিম নিয়ে ০৩ এপ্রিল ০৯ এবং ১০ এপ্রিল ২০২১ অনুষ্ঠিত হয়।

অনলাইনে ৩ দিনের এই প্রোগ্রামে ১২টিরও বেশী ইন্টারএক্টিভ সেসানে ৩৫টি ফুড ব্র্যান্ড থেকে ৪৫ জন পেশাজীবী ফুড এন্ড বেভারেজ মার্কেটের বর্তমান অবস্থা, বৈশ্বিক অবস্থা, ভোক্তাদের আচরণ, প্রতিযোগিতা, মার্কেট প্লেয়ার, নতুন পণ্য উদ্ভাবন, সেলস এন্ড সাপ্লাই চেইন, প্যাকেজিং, পুষ্টি, কমপ্লায়েন্স, সিএক্সও ভিউ, পণ্য আইডিয়া থেকে ভোগ, মার্কেটিং কম্যুনিকেসান, ডিজিটাল মিডিয়া, ইন্ডাস্ট্রি ইনসাইট, এগিয়ে যাবার পন্থাসহ দরকারী বিষয়ে আলোচনা করেন। পুরো প্রোগ্রামে ৩ শতাধিক ফুড এন্ড বেভারেজ শিল্পের উদ্যোক্তা, প্রধান নির্বাহী, মার্কেটিং হেড, ব্র্যান্ড ম্যানেজার, সেলস এন্ড সাপ্লাই চেইন পেশাজীবী, মার্কেট অডিটর, মার্কেট রিসার্চার, এজেন্সি পেশাজীবী এবং মিডিয়া পেশাজীবী যোগ দেন। final list of speakers

বক্তারা তাদের বক্তেব্যে ফুড এন্ড বেভারেজ মার্কেটের দরকারী বিষয়গুলো নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন এবং এই শিল্পকে এগিয়ে নিয়ে যাবার প্রয়োজনীয় পন্থা উল্লেখ করেন। এই আয়োজন নিয়ে নেসলে বাংলাদেশ এর সেলস ডিরেক্টর সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন বলেন, ‘নেসলে পৃথিবীর প্রধান ফুড ব্র্যান্ড। গুনে মানে নেসলে সেরা পণ্যগুলো বাংলাদেশে বাজারজাত করে আসছে। আমাদের প্রধান মৌলিক চাহিদা খাদ্য পণ্য নিয়ে প্রথম মার্কেটিং ফেস্টের টাইটেল স্পন্সর থাকতে পেরে নেসলে বাংলাদেশ খুবই আনন্দিত”। এ প্রসঙ্গে ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, “বিভিন্ন কারণেই খাদ্য এবং পানীয় পণ্যের মার্কেটিং অন্যান্য পণ্যের চেয়ে আলাদা। আমরা খুশী যে, প্রধান এই শিল্পকে নিয়ে একটি ফোকাসড মার্কেটিং ফেস্ট আয়োজন করতে পেরেছি”। এই প্রোগ্রামকে সফল করার জন্যে তিনি বক্তা, আলোচক, স্পন্সর, সহযোগী পার্টনার এবং অংশগ্রহনকারীদেরকে ধন্যবাদ প্রদান করেন।

বাংলাদেশের প্রথম ফুড এন্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট-এর টাইটেল স্পন্সর নেসলে, পাওয়ার্ড বাই স্পন্সরঃ নাগা মোজো ও হাংরিনাকি এবং স্ট্র্যাটেজিক পার্টনার প্রথম আলো ডট কম। অন্যান্য পার্টনারগুলোর মাঝে বিস্কুট পার্টনার: ফ্রেশ বিস্কুটস, নুডুলস পার্টনার: ম্যাগী, মিল্ক পার্টনার: নিডো, কফি পার্টনার: নেসক্যাফে, ব্রেকফার্স্ট সিরিয়াল পার্টনার: কোকো ক্র্যাঞ্চ, ক্র্যাকার পার্টনার: রোমানিয়া লেক্সাস, স্পাইস পার্টনার: এসিআই পিওর গুঁড়া মশলা, হট বেভারেজ পার্টনার- ড্যানিশ সিমলা, জুস পার্টনার: ফ্রুটিকা, ন্যাচারাল ফুড পার্টনার: পুর্নাভা, কুরিয়ার: ইকুরিয়ার, নলেজ পার্টনার: মার্কটেল, টিভি পার্টনার: দীপ্ত টিভি, লাইভ পার্টনার: ভাইসব ডিজিটাল, মিডিয়া পার্টনার: এডস অফ বাংলাদেশ, ডিজিটাল পার্টনার: এডফিনিক্স, ক্রিয়েটিভ পার্টনার: বাযুকা কমিউনিকেশান।

সার্বিক দিক বিবেচনায় অনলাইন প্লাটফর্ম জুম-এ এই প্রোগ্রামটি আয়োজিত হয়। এই বছরে মার্কেটিং পেশাজীবীদের জন্যে আরও দরকারী ইভেন্ট আয়োজন করা হবে বলে ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ এর পক্ষ থেকে জানান হয়েছে।

Share this on
Close