ক্রাইসিস এন্ড দা সারভাইভিং মার্কেটিং” সেসান আয়োজন করেছে ব্র্যান্ড মার্কেটিং পেশাজীবীদের কমিউনিটি ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ। আজ, ২৮ মে ২০২০, রাত ৯ঃ৩০-এ ফেসবুক পেজে এই লাইভ সেসানটি শুরু হবে।
উক্ত ইন্টারএকটিভ আলোচনায় যোগ দিবেন দেশের ৩ মার্কেটিং মায়েস্ত্রো। এই সেসানে যোগ দেবেন বাংলাদেশের মার্কেটিং গুরু প্রফেসর ডঃ মিজানুর রহমান, ভাইস চ্যান্সেলর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যিনি একাধারে মার্কেটিং বিষয়ক বইয়ের লেখক,
সমসাময়িক বিষয়ে আলোচক এবং কলামিস্ট। কোভিড-১৯ এর দুঃসময়ে টিকে থাকে এবং তা থেকে উত্তরণের একাডেমিক এবং গবেষক দৃষ্টিকোন থেকে কথা বলবেন বাংলাদেশের মার্কেটিং লিজেন্ড প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, ডিরেক্টর, ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কর্পোরেট থেকে যোগ দেবেন হালাল সাবানের জনকখ্যাত বাংলাদেশের মার্কেটিং সুপারস্টার সৈয়দ আলমগীর, ব্যবস্থাপনা পরিচালক, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস।
এই লাইভ সেসানটি পরিচালনা করবেন বাংলাদেশের অসংখ্য মার্কেটিং পেশাজীবীদের প্রিয় মেন্টর আশরাফ বিন তাজ, প্রেসিডেন্ট, মার্কেটিং সোসাইটি অফ বাংলাদেশ এবং ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বাংলাদেশের প্রথম লাইভ মার্কেটিং কনফারেন্সের টাইটেল স্পন্সর ওয়ালটন ই প্লাজা এবং সহ-আয়োজক প্রথমআলো ডটকম ও প্রিয়শপ ডট কম। উল্লেখ্য, ইতোঃমধ্যে এই কনফারেন্সের ৬টি সেসান সফলভাবে শেষ করেছে ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ।
https://www.facebook.com/BrandPractitionersBD/videos/665957747314798/
এই লাইভ মার্কেটিং কনফারেন্স আয়োজনের হোম এপ্লায়েন্স পার্টনার ওয়ালটন স্মার্ট ফ্রিজ, ডিজিটাল পেমেন্ট পার্টনার এসএসএলকমার্য, নিউ্ট্রিসান পার্টনার গ্রামীন-ডানোন, লাইফ স্টাইল পার্টনার ফিওনা, লাইভ পার্টনার ভাইসব ডিজিটাল, নলেজ পার্টনার এডস অফ বাংলাদেশ এবং ক্রিয়েটিভ পার্টনার বাযুকা কম্যুনিকেসান্স।
এই আলোচনায় ব্যবসা এবং মার্কেটিং সম্পর্কিত নানা ধরণের প্রশ্নের উত্তরও দিবেন আলোচকেরা। বিনামূল্যে এই লাইভ মার্কেটিং কনফারেন্সটি দেখা যাবে fb.com/BrandPractitionersBD পেজ থেকে।