Written by 5:02 pm Brand Practitioners, News

ব্র্যান্ড বিল্ডিংয়ের অন্যতম আকর্ষণ শক্তিশালী হেডলাইন 

Brand-Building
Walton

ব্র্যান্ড বিল্ডিংয়ের অন্যতম আকর্ষণ শক্তিশালী হেডলাইন 🎉💥

🏆Refine your headline

💰হেড লাইন তৈরির ১০টি অব্যর্থ কৌশল:

🌲সম্পূর্ণ পোস্টের তুলনায় শুধুমাত্র শিরনাম (Headline) পড়ার প্রবণতা মানুষের মধ্যে ৫গুণ বেশি। সুতরাং, পোষ্ট বা কনটেন্ট তৈরিতে ৮০ ভাগ সময় হেডলাইন তৈরিতে ব্যয় করুন।
~ David Ogilvy ~

💊 বিজ্ঞাপন গুরু David Ogilvy and John Caples এর হেডলাইন তৈরির কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি:

১. প্রথমে পুরো কনটেন্টটি লিখতে হবে। এর পর সম্পূর্ণ অংশ থেকে ম্যাগনেটিক ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে হেড লাইন এবং সাব-হেডলাইন তৈরি করতে হবে। যেমন – হেড লাইন তৈরির ১০টি অব্যর্থ কৌশল।

২. সোজাসাপটা এবং সহজ হেডলাইন তৈরি করুন, যাতে মানুষ সহজে বুঝতে পারে লেখাটি কি নিয়ে তৈরি করা হয়েছে। যেমন – ক্রিয়েটিভ কপি গ্রুপ প্রফেশনাল লার্নিংয়ের অনন্য প্লাটফর্ম।

৩. 4 U’s টেকনিক ব্যবহার করুন।
U = Urgent
U = Unique
U = Useful
U = Ultra-specific
হেড লাইনে এই বিষয়গুলো নিয়ে আসুন।

৪. হেড লাইনে যদি কোন সুবিধা প্রদানের কথা উল্ল্যেখ করে থাকেন, তাহল লেখার মধ্যে (বডিতে) তার বর্ণনা থাকতে হবে।

যেমন – কনটেন্ট স্পেশালিস্ট মো: জাহিদুর রহমান পান্টুর কাছ থেকে কনটেন্টের লেটেস্ট আপডেট জানুন। এর পর আমি কনটেন্ট নিয়ে লিখলে সেগুলোর বিবরণ, লেখার মধ্যে থাকতে হবে।

৫. এমনভাবে হেডলাইন তৈরি করতে হবে, যাতে পাঠক সেই জিনিসের চিত্র মনে মনে দেখতে পারে। যেমন – পদ্মায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ণে ভাসছে শুধু লাশ আর লাশ।

৬. হেল লাইন এমন হতে হবে যাতে পাঠকের মধ্যে ইমোশন তৈরি হয়। তাদের মনযোগ আকর্ষণ করা সম্ভ হয়। আর তারা মুগ্ধ হয়ে এর কথা অন্যকে জানায়। যেমন – প্রিয়জনের সঙ্গে ভালবাসা আরো গভীর হয় মরিঙ্গ খেলে।

৭. মানুষের মধ্যে কৌতুহল জাগাতে হবে হেডলাইনের মাধ্যমে। যেমন- পরকিয়া করতে ধরা খেল, গ্রামের মানুষ চড়াও হলো।

৮. কোন বিশেষ সংবাদ প্রতি মানুষের মনযোগ আকর্ষণ করতে হেডলাইন ব্যবহার করুন। যেমন – রানা প্লাজায় চলছে মৃত্যুর মিছিল।

৯. মানুষের আকাঙ্খার জায়গায় নাড়া দিন। যেমন – উৎসবে মেতে উঠুন “পান্টু মিষ্টির” মধুর স্বাদে।

১০. সংখ্যা ভিত্তিক দিকেও উল্ল্যেখ করতে পারেন হেডলাইনে। যেমন – হেড লাইন তৈরির ১০টি অব্যর্থ কৌশল।

🤔হেডলাইন লেখার অনেক সূত্রের মধ্যে অল্প সংখ্যক আপনাদের সাথে শেয়ার করেছি। এগুলো ব্যবহারে আপনি ভিজিটরদের পাঠকে রূপান্তর করতে পারবেন। একই সঙ্গে আপনার ব্র্যান্ডের মেসেজ তাদের কাছে পৌঁছে দিতে পারবেন।

♻️ ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে, আকর্ষণীয় হেডলাইন তৈরি করতে আর কি কি পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি?

Author: Md Jahidur Rahman Pantu

Share this on
Close