Written by 10:01 pm Brand Practitioners, Buzz, News

স্টিভ জবস এর DIFFERENT স্টোরি টেলিং | ME01

0 1
Walton

জানুয়ারি, ১৯৮৩

🍎 Apple তাদের নতুন কম্পিউটার “লিসা“-র উৎপাদন শেষ করেছে।

“অ্যাপল লিসা” লঞ্চিং উপলক্ষে, স্টিভ জবস দ্য নিউইয়র্ক টাইমস এ ০৯ পৃষ্ঠার বিজ্ঞাপন দেন।

বিজ্ঞাপন তো নয়, একদম ০৯ পৃষ্ঠার “গিক স্পিক” !

NASA-র বাইরে কেউই তেমন আগ্রহ দেখায় না।

লিসা বিক্রি হয় মাত্র 10,000 ইউনিট! 😔

💔 ফলশ্রুতিতে, স্টিভ জবস বরখাস্ত হন নিজেরই গড়ে তোলা কোম্পানি Apple থেকে।

Apple Lisa The NYTimes 09 Page Ad - Rezaur Rahman Robin | LinkedIn - Marketing Examples

Apple Lisa Advertisement in The NYTimes

চৌদ্দ বছর পর, ১৯৯৭

স্টিভ জবস Apple এ ফিরেছেন,

আরো পরিণত ও শাণিত হয়ে।

নিজের প্রত্যাবর্তনের প্রথম ক্যাম্পেইনেই, দ্য নিউইয়র্ক টাইমস এর ০৯ পৃষ্ঠার বিজ্ঞাপন এর পরিবর্তে,

এবার পুরো আমেরিকা জুড়ে বিলবোর্ডে লিখলেন মাত্র দুটি শব্দ :

থিংক ডিফারেন্ট | Think Different

Think Different 1997 - Apple - Rezaur Rahman Robin | MarketingExamples

বিজ্ঞাপন এর কোথাও কোনও কম্পিউটার ছিলো না।

না কোন প্রযুক্তিগত জারগন।

নো নয়েজ!

স্টিভ জবস বুঝতে পেরেছিলেন যে ক্রেতারা সেরা পণ্যটি কিনে না।

তারা কেনেন সেরা গল্প ।

সুতরাং, তিনি তাই বিক্রয় করলেন :

“You see greatness.

You want to emulate it.

Apple is how you get there.”

“আপনি মহত্ত্ব অর্জন করতে চান!

সেরাকেও ছাড়িয়ে যেতে চান!

শুধুমাত্র APPLE-ই পারে

আপনাকে সেখানে নিয়ে যেতে!”

 

You & Greatness - Think Different - Apple - Rezaur R Robin

একদম সিম্পল স্টোরি-টেলিং

ক্যালোরিতে একদম হালকা ; মানে সহজেই হজমযোগ্য বা বোধগম্য।

কিন্তু, এই ক্যাম্পেইনটিই সফল হয়েছিলো মারাত্মকভাবে!

Think Different” ক্যাম্পেইনটি চলেছিল ০৫ বছর ধরে, ২০০২ সাল পর্যন্ত!

এবং, বলা হয়ে থাকে,

🏆 Apple এর ভাগ্যকে ঘুরিয়ে দেওয়ার জন্য সকল কৃতিত্ব এই লাইটওয়েট স্টোরিটেলিং ক্যাম্পেইন এর।

ও হ্যা, আরেকটা ফান ফ্যাক্ট!

সেই সময়টাতে কিন্তু খুব ফেমাস ছিলো IBM এর একটি স্লোগান : “THINK”

😉

• Source Credit : “Building a StoryBrand

• Image Credit : #MarketingExamples01নেল

Written by Rezaur Rahman Robin

 

Share this on
Close