আগামী দশ দিনে আমরা যেভাবে নিজেদের বিজনেস স্কিল গ্রো করতে পারি…
বিজনেস প্র্যাক্টিশনার রা কেমন আছেন সবাই? জানি সবাই খুব আতংকের উপর দিয়ে যাচ্ছেন। আমরা প্রত্যেকে SWOT Analysis সম্পর্কে ভালো করেই জানি। এই এনালাইসিস বলে নিজের Weakness কে নিজের Strenth এ রুপ দান করুন। যেহেতু আমরা দশ দিনের একটা ছুটি পেয়েই গেছি কেন আমরা আমাদের এই দূর্বলতার জায়গাটুকু কে সক্ষমতায় পরিণত করছিনা!
চলুন এই দশ দিনে আমরা চাইলে কি কি করতে পারি একবার খোজ নিয়ে দেখি..
# Covid19 Training: শুরুতেই যে কেও নিজের সেফটি বা পরিবারের সেফটি এর কথা চিন্তা করে WHO দ্বারা পরিচালিত ছোট্ট এই ট্রেইনিং টি করে নিতে পারি।
https://www.who.int/…/novel-corona…/training/online-training
# Fundamental of Digital Marketing on Google Digital Garage: যাদের ডিজিটাল মার্কেটিং এ আগ্রহ আছে এবং চাচ্ছেন Google সার্টিফাইড Digital Marketer হতে পারলে গল্প টা জমেই যেত তারা Google এর এই কোর্স
টা ট্রাই করতে পারেন..
https://learndigital.withgoogle.com/…/cou…/digital-marketing
# মুক্ত পাঠঃ বাংলাদেশ আই.সি.টি মন্ত্রনালয়, ai2 এবং 10 Minute School এর সম্মিলিত প্রচেষ্টায় এই সাইট টি ক্রিয়েট করা হয়েছে। এখান থেকে আপনি শিখতে পারবেন Google Analytics, Public Speaking, Email Etiquette , Project Management , Corporate Grooming, Communication Skill, Start Up এর মত বাঘা বাঘা সমস্ত টপিক। ওহ হ্যা বলতে ভুলে গিয়েছিলাম এখানে কিন্তু কোর্স শেষে ছোট্ট একটা এক্সাম ও নেয়া হয় এবং বিনিময়ে ভেরিফাইড সার্টিফিকেট প্রদান করা হয়। তবে শুরু করে দিন..
# আর চাইলে কিছু আত্ম উন্নয়ন মূলক বই পড়ে নিজেকে বাকি অনেকের থেকে এগিয়ে রাখতে পারেন। কিছু ভালো ভালো বই এর লিংক দিয়ে দিলাম। ঘুরে আসুন..
https://drive.google.com/…/1tN9-84NQHL8G5fJZxFbeoX_Uos_Q8DE…
# Alison Free online Courses with Certificate: কেমন হয় যদি আপনি Harvard, MIT এর মতো বড় মাপের বিশ্ববিদ্যালয় গুলো থেকে ফ্রি কোর্স করে উল্টো আবার সার্টিফিকেট ও পেয়ে থাকেন। তাহলে আপনাকে ঘুরে আসতে হবে Alison এর এই ফ্রি সাইট টি থেকে…
https://alison.com/certificate-courses
# Business Site: যারা বিজনেস নিয়ে পড়ালেখা করতে খুব পছন্দ করেন তাদের জন্য রয়েছে আমার সাজেস্ট করা দেশি-বিদেশি ৭ টি সাইট…
1)http://www.businessdictionary.com/
2)https://www.investopedia.com/
3)https://www.uddoktarkhoje.com/
4)https://www.allbusiness.com/
5)https://finance.yahoo.com/
6)https://www.marketwatch.com/
7)https://www.bloomberg.com/asia